অবশেষে ১৫ বার ভোটের পর মার্কিন স্পিকার হলেন ম্যাকার্থি

আন্তর্জাতিক ডেস্ক
  ০৭ জানুয়ারি ২০২৩, ১৩:২২

অবশেষে কয়েক দিনের আলোচনা এবং ১৫ দফা ভোটের পর যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার নির্বাচিত হলেন কেভিন ম্যাকার্থি। এর আগে টানা চতুর্থ দিন ১৪ দফা ভোট হলেও নির্বাচিত হতে ব্যর্থ হন প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠ দল রিপাবলিকান পার্টির প্রার্থী ম্যাকার্থি।
সিএনএন জানিয়েছে, নির্বাচনে ম্যাকার্থি পেয়েছেন ২১৬ ভোট। অপরদিকে ডেমোক্র্যাট প্রার্থী হ্যাকিম জেফ্রিস পেয়েছেন ২১২ ভোট। এর মধ্যে ছয়জন প্রতিনিধি ‘সরাসরি’ ভোট দিয়েছেন।
উল্লেখ্য, স্পিকার নির্বাচনে ১৯২৩ সালের পর এমন সংকটে পড়েনি মার্কিন কংগ্রেস। স্পিকার হলেন কংগ্রেসের নিম্নকক্ষের সভাপতি। সভাপতিকে ছাড়া কংগ্রেস কোনো কাজ করতে পারে না। অর্থাৎ সংখ্যাগরিষ্ঠ আইনপ্রণেতার সমর্থনে স্পিকার নির্বাচিত না হওয়া পর্যন্ত কংগ্রেস অচল।
গতকাল শুক্রবার স্পিকার নির্বাচনে চতুর্থ দিনের অধিবেশন শুরুর আগে বিজয়ী হওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন ম্যাকার্থি। সাংবাদিকদের তিনি বলেছিলেন, ‘কিছু অগ্রগতি হয়েছে। আমরা সদস্যরা কথা বলেছি। নতুন কিছু হতে পারে।’ এরপর শুক্রবার বিকেল থেকে শনিবার সকাল পর্যন্ত আবারও ভোট অনুষ্ঠিত হয়।
এদিকে ম্যাকার্থিকে তার জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। একটি বিবৃতিতে তিনি বলেন, ‘জিল এবং আমি কেভিন ম্যাকার্থিকে কংগ্রেসের নিম্নকক্ষের সভাপতি নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানাই। আমি রিপাবলিকানদের সঙ্গে কাজ করতে প্রস্তুত।’
অপরদিকে মাইক্রো ব্লগিং সাইট টুইটারে পোস্ট দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ‘কেভিন ম্যাকার্থি এবং আমাদের মহান রিপাবলিকান পার্টিকে অভিনন্দন!’