নিউইয়র্কের ব্রঙ্কসে ১৫ বছর বয়সী এক কিশোরের বন্দুকের গুলিতে ২৯ বছর বয়সী এক ব্যাক্তি নিহতের হয়েছেন বলে খবর পাওয়া গেছে। গত বুধবার ২৭ নভেম্বর বেলা পৌনে ৩টার দিকে ব্রঙ্কস কাউন্টি হল অফ জাস্টিসের ঠিক নীচে কনকোর্সের পূর্ব ১৬১ তম স্ট্রিট এবং মরিস অ্যাভিনিউয়ের কোণের কাছে এ ঘটনা ঘটে।
৪৪তম প্রিসেঙ্কট পুলিশ জানিয়েছে, ২৯ বছর বয়সী ওই ব্যক্তির দিকে লক্ষ্য করে ১৫ বছর বয়সী এক কিশোর নিজের হাতে থাকা বন্দুক দিয়ে গুলি ছোড়ে। ২৯ বছর বয়সী ওই ব্যক্তির বুকে বিদ্ধ হয় গুলিটি। কিশোর ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার সময় পুলিশ তাকে তাড়া করে পূর্ব ১৫৬তম স্ট্রিট এবং কোর্টল্যান্ড অ্যাভিনিউ এলাকা থেকে ধরতে সক্ষম হোন।
এদিকে এমার্জেন্সি মেডিকেল সার্ভিস টিম গুলিবিদ্ধ ব্যক্তিকে আহতবস্থায় লিংকন হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীণ অবস্থায় ওই ব্যাক্তি মারা যান। পুলিশ নিহত ব্যক্তি ও গ্রেপ্তার কিশোরের নাম পরিচয় প্রকাশ করেনি। তবে কি কারণে এ ঘটনা ঘটেছে সেটি তদন্তনাধীন বলে জানিয়েছে পুলিশ।