যুক্তরাষ্ট্রে কি ভারতীয় ধনকুবের গৌতম আদানির বিচার সম্ভব

ডেস্ক রিপোর্ট
  ০৬ ডিসেম্বর ২০২৪, ২১:০৬

সৌরবিদ্যুৎ প্রকল্পের কাজ পেতে ভারতীয় কর্মকর্তাদের ২৬৫ মিলিয়ন ডলার ঘুষ প্রদানের অভিযোগে ভারতীয় ধনকুবের গৌতম আদানিকে অভিযুক্ত করেছেন যুক্তরাষ্ট্রের আদালত।
দেশটির সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) অভিযোগ করেছে, ভারতের সবচেয়ে বড় সৌরবিদ্যুৎ প্রকল্পের কাজের জন্য এই ঘুষ প্রদান করেছেন আদানি ও তাঁর সহযোগীরা। এ ছাড়া প্রতারণার আশ্রয় নিয়ে এ প্রকল্পে যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশের বিনিয়োগ পাওয়ার চেষ্টা করেছেন তারা। এ কারণে মার্কিন আদালত তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। তবে যুক্তরাষ্ট্রে কি আদানির বিচার করা সম্ভব?
মার্কিন বিনিয়োগকারীদের বিভ্রান্ত করার অভিযোগ থাকায় যুক্তরাষ্ট্রে আদানির বিচার করা সম্ভব। তবে ভারতীয় জ্যেষ্ঠ আইনজীবী বিকাশ পাহওয়া সংবাদমাধ্যম আলজাজিরাকে বলেছেন, দুর্নীতিবিরোধী আইনে ভারতীয় কর্মকর্তাদের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের তদন্ত সিবিআইয়ের মতো ভারতীয় প্রতিষ্ঠানকেই করতে হবে।
যদি দুর্নীতি-সংক্রান্ত কোনো বিচার হয়, সেটিও ভারতের বিচার বিভাগের আওতায় পড়বে। যদি ভারতীয় বিচার বিভাগ বলেন, আদানি তাদের দুর্নীতিবিরোধী আইন অমান্য করেননি; তাহলে যুক্তরাষ্ট্রের আদালতে যুক্তি দিতে পারবেন, তিনি কোনো অপরাধ করেননি।
এ ছাড়া পরবর্তী ধাপ হিসেবে ভারত সরকারের কাছে  যুক্তরাষ্ট্রকে আদানির প্রত্যর্পণের আনুষ্ঠানিক আবেদন করতে হবে। তবে ভারত তাঁকে প্রত্যর্পণ করবে কিনা, সেটি  বড় প্রশ্ন থাকবে। বলা হচ্ছে, আদানির যুক্তরাষ্ট্রে বিচার করার বিষয়টি বেশ জটিল হবে। এ ছাড়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ভালো সম্পর্ক থাকায় আদানি ভারতে এ অভিযোগ থেকে দায়মুক্তি নিতে পারেন। পরবর্তী সময়ে তিনি যুক্তরাষ্ট্রের আদালতে বিষয়টি দেখাতে পারবেন।
এদিকে আদানির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে অভিযোগ গঠনের পর এ নিয়ে সরব হয়ে উঠেছে ভারতের বিরোধী দল কংগ্রেস ও তাদের জোট ইন্ডিয়া। দলটির নেতা রাহুল গান্ধী দাবি করেছেন, যদি আদানির দুর্নীতি খুঁজতে যাওয়া হয়, তাহলে মোদির দুর্নীতিও সামনে চলে আসবে। শুক্রবার ফেসবুকে দেওয়া পোস্টে তিনি মোদিকে উদ্দেশ করে বলেন, মোদিজি সংসদে আসুন। আদানির বিরুদ্ধে তদন্ত নিয়ে ভয় পাবেন