নর্থ ক্যারোলাইনায় বন্দুক হামলায় পুলিশ কর্মকর্তা নিহত

ডেস্ক রিপোর্ট
  ২৫ ডিসেম্বর ২০২৪, ১৩:০৩

নর্থ ক্যারোলাইনার গ্রিন্সবোরোর একটি সুপার মার্কেটে বন্দুক হামলায় দায়িত্বরত এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। গ্রিনসবোরোর লন্ডেল ড্রাইভে ফুড লায়ন নামে একটি সুপার শপের ভেতরে সোমবার সকাল সাড়ে ১১টার দিকে বন্দুকধারী ওই ব্যক্তি প্রবেশ করেছে এমন খবর পেয়ে পুলিশ কর্মকর্তারা মাইকেল হোরেন সেখানে যান। ঘটনাস্থলে যাওয়ার পর পরই বন্দুকধারী ব্যক্তি পুলিশকে লক্ষ্য করে গুলি চালালে সেখানেই মারা যান তিনি।
নিহত মাইকেল ২০১৭ সাল থেকে পুলিশ ডিপার্টমেন্টে কাজ করছেন।২০০১৮ সালে তিনি পুলিশ অ্যাকাডেমি থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন। কোস্ট গার্ডে ১৮ বছর কাজ করেছেন তিনি। সেখানে তিনি টেনিক্যাল বোট ইন্সট্রাক্টর এবং উদ্ধারকারী কর্মকর্তা ছিলেন। পাশাপাশি কোস্ট গার্ড টেরোরিজম ইউনিট নিউ জার্সির বিচ হ্যাভেনে বিচ পেট্রোলের লুইটেনেন্ট হিসেবেও কাজ করেছেন। সেখানে তিনি ১৯৯৫ থেকে ২০১৭ মোট ২২ বছর কাজ করেছেন। তাপরপর গ্রিন্সবোরোতে চলে আসেন। কর্মজীবনে একজন দায়িত্ব ও নিষ্ঠাবান কর্মী ছিলেন মাইকেল এমনটাই জানান তার সহকর্মীরা।
মাইকেলের স্মরণে শোক সভার আয়োজন করেছে গ্রিনসবোরো পুলিশ ডিপার্টমেন্ট। তার মৃত্যুতে শোক প্রকাশের পাশাপাশি তার পরিবারের প্রতি সমবেদনাও জানান তারা। সন্দেহভাজন হামলাকারীকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার তদন্তে কাজ শুরু করেছে তদন্ত কর্মকর্তারা। এ ঘটনায় শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছে ফুড লাইন শপ কর্তৃপক্ষ। একই সঙ্গে তারা পুলিশকে সব ধরনের সহাযোগিতা করা হবে বলে জানিয়েছে। ক্রিসমাসের ঠিক আগ মুহূর্তে এ ধরনের ঘটনায় হতবাক স্থানীয় বাসিন্দারা। এক বিবৃতিতে এ ঘটনার জন্য শোক জানিয়েছেন গভর্নর রয় কুপার।