মৃত্যুর ১২৮ বছর পর দাফন হতে যাচ্ছে এক মার্কিন নাগরিকের। তবে তার নাম প্রকাশ করা হয়নি। দুর্ঘটনাবশত ১২৮ বছর আগে তাকে ‘মমি’ করে ফেলেন একজন মর্টিসিয়ান। এরপর মমি আকারে তার মরদেহ প্রদর্শিত হচ্ছিল।
মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, ওই ব্যক্তির জন্ম যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ায়। তিনি পেশায় একজন চোর ছিলেন। তবে মৃত্যুর আগে পুলিশকে অনুরোধ করেছিলেন তার নাম যেন প্রকাশ করা না হয়। তিনি স্টোনম্যান উইলি নামে পরিচিত।
১৮৯৫ সালের ১৯ নভেম্বর পেনসিলভেনিয়ার জেলে কিডনি জটিলতায় মৃত্যু হয় এই ব্যক্তির। তার মরদেহ নিয়ে পরীক্ষা করেন মর্টিশিয়ান। সেসময় দুর্ঘটনাবশত এক কেমিক্যাল পরে মমি হয়ে যায় দেহটি, যা এখনো অক্ষত আছে।
রিডিংয়ের অমান ফিউনারেল হোমে তখন থেকেই এটিপ্রদর্শন করা হচ্ছে। তার চুল ও দাঁত এখনো অক্ষত আছে। চামড়া কিছুটা পরিবর্তন হয়েছে।
মৃত্যুর আগে কর্তৃপক্ষকে কাল্পনিক নাম বলে যান ওই ব্যক্তি। তখন থেকেই তিনি স্টোনম্যান উইলি নামে পরিচিত।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ফিউনারেল হোমটি সরকারের কাছে অনুমতি চেয়েছে যেন দাফন না করে আরও পরীক্ষার অনুমতি দেওয়া হয়। তারা দাবি করেছেন, ওই ব্যক্তির পরিচয় জানা গেছে। দাফনের পর তা প্রকাশ করা হবে।
ফিউনারেলের পরিচালক কাইলি ব্ল্যাঙ্কেনবিলার বলেন, ‘আমরা তাকে মমি বলি না, আমরা তাকে আমাদের বন্ধু উইলি বলে সম্বোধন করি। তিনি ইতিহাস হয়ে রয়েছেন।’
স্থানীয়রা আবেগভরে উইলিকে বিদায় জানাচ্ছেন। তার কফিন নিয়ে মোটরসাইকেল মহড়াও দিয়েছেন তারা। ৭ অক্টোবর শনিবার সমাহিত হবেন উইলি। স্থানীয় এক কবরস্থানে দাফন করা হবে। কবরের পাশে লেখা থাকবে তার প্রকৃত নাম।