যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২২

ডেস্ক রিপোর্ট
  ২৬ অক্টোবর ২০২৩, ১১:৩০

যুক্তরাষ্ট্রের মেইন অঙ্গরাজ্যের লিউসটন এলাকায় বন্দুকধারীর গুলিতে কমপক্ষে ২২ জন নিহত হয়েছেন। তবে নিহতের সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছেন আইন প্রয়োগকারী কর্মকর্তারা। স্থানীয় সময় বুধবার এ ঘটনা ঘটে। খবর: এপি ও রয়টার্স
কর্মকর্তারা জানিয়েছেন, বন্দুকধারীর গুলিতে আহত হয়েছেন ৫০-৬০ জন। তদন্তকারী কর্মকর্তারা এ বিষয়ে তথ্য সংগ্রহের কাজ করছেন। যে ব্যক্তি গুলি চালিয়েছে তাকে খুঁজছে পুলিশ।
লিউসটন পুলিশ জানিয়েছে, একটি বার, রেস্তোরাঁ, ওয়ালমার্টের বিতরণকেন্দ্র ও ব্যবসায়িক কেন্দ্রে এই হামলা হয়েছে। বন্দুক হামলার ঘটনায় জড়িত একজনকে চিহ্নিত করেছে পুলিশ।