বাংলাদেশে রাজনৈতিক সহিংসতার নিন্দা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু।
শনিবারের (২৮ অক্টোবর) রাজনৈতিক সহিংসতার প্রতিক্রিয়ায় ভয়েস অব আমেরিকাকে পাঠানো এক বার্তায় তিনি আরও বলেছেন, সম্ভাব্য ভিসা নিষেধাজ্ঞা আরোপের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র সব সহিংসতার ঘটনাগুলো পর্যালোচনা করবে।
ভয়েস অব আমেরিকাকে পাঠানো বার্তায় ডোনাল্ড লু বলেন, ‘যুক্তরাষ্ট্র ২৮ অক্টোবর বাংলাদেশে সংঘটিত রাজনৈতিক সহিংসতার ঘটনার নিন্দা জানাচ্ছে। একজন পুলিশ কর্মকর্তা ও একজন রাজনৈতিক কর্মীর নিহত হওয়া ও একটি হাসপাতালে আগুন দেওয়ার যে ঘটনাগুলোর খবর জানা গেছে তা গ্রহণযোগ্য নয়, যেমন গ্রহণযোগ্য নয় সাংবাদিকসহ নাগরিকদের ওপর চালানো সহিংসতা।
তিনি আরও বলেছেন, আমরা সব পক্ষকে শান্ত থাকার ও সংযম দেখানোর আহ্বান জানাই। সম্ভাব্য ভিসা নিষেধাজ্ঞা আরোপের ক্ষেত্রে আমরা সব সহিংসতার ঘটনাগুলোকে পর্যালোচনা করবো।
মার্কিন পররাষ্ট্র দফতরের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু ২০২৩ সালের জানুয়ারি ও জুলাই মাসে বাংলাদেশ সফর করেছেন।
এদিকে, ঢাকাস্থ মার্কিন দূতাবাসও রাজধানীতে রাজনৈতিক সহিংসতার নিন্দা জানিয়েছে। একই সঙ্গে সম্ভাব্য ভিসা নিষেধাজ্ঞার জন্য সব সহিংস ঘটনা পর্যালোচনা করা হবে বলেও জানিয়েছে দেশটি।