নিউইয়র্ক সিটিতে কাজ করেন ৮০ হাজারেরও বেশি গ্রোসারি ডেলিভারি সার্ভিস কর্মী। শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে মোটরসাইকেল, বাইসাইকেল অথবা প্রাইভেট কারের মাধ্যমে খাবারসহ অন্যান্য গ্রোসারি পণ্য পৌঁছে দেন তারা। নিউ ইয়র্ক সিটির গ্রোসারি ডেলিভারি কর্মীদের ঘণ্টায় বেতন বাড়িয়ে ২১ দশমিক চার ডলার করার পক্ষে শুক্রবার ভোট দিয়েছেন সিটি কাউন্সিলররা।
সিটির ভোক্তা ও শ্রমিক সুরক্ষা কমিটির পর কাউন্সিলররাও এ বিলের পক্ষে ভোট দেন। বিলটি পাস হলে ডেলিভারি সার্ভিস ওয়ার্কাররা তাদের জীবনযাত্রার মান উন্নত করার সুযোগ পাবেন। নগরে কাজ করেন ৮০ হাজারেরও বেশি গ্রোসারি ডেলিভারি সার্ভিস কর্মী। শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে মোটরসাইকেল, বাইসাইকেল অথবা প্রাইভেট কারের মাধ্যমে খাবারসহ অন্যান্য গ্রোসারি পণ্য পৌঁছে দেন তারা।
এ কাজের জন্য ২০২১ সালের আইন অনুসারে তাদের প্রতি ঘণ্টায় ন্যূনতম মজুরি দেওয়া হয় প্রায় ১৯ দশমিক ৫৬ ডলার। কোনো কোনো ক্ষেত্রে আরও কম মজুরি দেওয়া হয়। এসব কর্মীর মজুরি বাড়াতে সিটি হলের সামনে দাবি জানায় শ্রমিকদের অধিকার আদায়ে কাজ করা কিছু সংগঠন।
ডেলিভারি সার্ভিস কর্মীর বেতন ২১ দশমিক ৪৪ ডলার হিসাব করে নতুন বিল পাসের উদ্যোগ নিয়েছে নিউ ইয়র্ক সিটি। সেই সঙ্গে ১০ শতাংশ হারে টিপসের কথাও বলা হয়েছে বিলটিতে।
অ্যাপভিত্তিক এ সেবা কার্যক্রমে গ্রোসারি ডেলিভারী কর্মীদের বেতন বাড়ানো ও তাদের অবস্থার উন্নতির জন্য এরই মধ্যে ভোট দিয়েছে সিটির ভোক্তা ও শ্রমিক সুরক্ষা কমিটি। পরে এটি পাঠানো হয় কাউন্সিলদের ভোটের জন্য। ডেলিভারি কর্মীদের সুরক্ষার কথা চিন্তা করে বিলটির পক্ষে ভোট দেন সিটি কাউন্সিলররা।
বিলটি উত্থাপনের পর এর গুরুত্ব তুলে ধরেন নিউ ইয়র্ক সিটির কাউন্সিল উইম্যান স্যান্ডি নার্স। মজুরি বাড়ানোর এ উদ্যোগকে কর্মীরা স্বাগত জানালেও এর প্রভাবে গ্রোসারি পণ্যের দাম বাড়তে পারে বলে আশঙ্কা করছেন নিউ ইয়র্ক সিটিবাসী। যদিও এ প্রভাব ব্যাপক হবে না বলে ধারণা তাদের।
বিলটি পাসের পর ডেলিভারিতে ব্যবহৃত অ্যাপগুলো নতুন করে ডাউনলোড করা বা আপডেট করতে পরামর্শ দেওয়া হয় কর্মীদের।