আমেরিকান চিকিৎসাকর্মী কৃষ্ণাঙ্গ ব্রেয়না হত্যা

পুলিশ কর্মকর্তার ৩৩ মাসের কারাদণ্ড

ডেস্ক রিপোর্ট
  ২২ জুলাই ২০২৫, ১৩:৪৬

আফ্রিকান আমেরিকান চিকিৎসাকর্মী ব্রেয়না টেইলর ও কেন্টাকির লুইভিল পুলিশের কর্মকর্তা ব্রেট হ্যানকিসন। ছবি: উইকিমিডিয়া কমন্স ও রয়টার্স 0
হ্যানকিসনকে এক দিনের জন্য কারারুদ্ধ রাখতে জাস্টিস ডিপার্টমেন্টের আবেদন নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যে বিচারক এ রায় দেন।
কেন্টাকির লুইভিলে কৃষ্ণাঙ্গ নারী ব্রেয়না টেইলরকে গুলি করে হত্যার ঘটনায় তার অধিকার লঙ্ঘনে দোষী পুলিশ কর্মকর্তা ব্রেট হ্যানকিসনকে সোমবার ৩৩ মাসের কারাদণ্ড দিয়েছে একটি আদালত।
রয়টার্স জানায়, হ্যানকিসনকে এক দিনের জন্য কারারুদ্ধ রাখতে জাস্টিস ডিপার্টমেন্টের আবেদন নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যে বিচারক এ রায় দেন।
ব্রেয়না টেইলরকে ২০২০ সালের মার্চে তার বাসায় গুলি করে হত্যা করেন লুইভিলের পুলিশ কর্মকর্তারা। আগে থেকে না জানিয়ে বাসাটিতে গিযেছিলেন তারা।
সে সময় পুলিশ সদস্যদের অনুপ্রবেশকারী ভেবে বৈধভাবে নেওয়া আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি করেন ব্রেয়নার প্রেমিক। এর পরিপ্রেক্ষিতে পুলিশের করা পাল্টা গুলিতে নিহত হন ব্রেয়না।
লুইভিলে ব্রেয়না এবং মিনিয়াপলিসে শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তার হাতে জর্জ ফ্লয়েডের হত্যাকাণ্ড অ্যামেরিকাজুড়ে বর্ণবৈষম্যবিরোধী বিক্ষোভের সূত্রপাত করে।
প্রেসিডেন্ট জো বাইডেনের সময় ব্রেয়না ও ফ্লয়েডের ঘটনায় অভিযুক্ত পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে নাগরিক অধিকার লঙ্ঘনের ফৌজদারি অভিযোগ আনে জাস্টিস ডিপার্টমেন্ট।
ব্রেয়নার ঘটনায় পুলিশ কর্মকর্তা হ্যানকিসনকে ২০২৪ সালের নভেম্বরে দোষী সাব্যস্ত করেন এক ফেডারেল জুরি। যদিও এ কর্মকর্তাকে বিচারের আওতায় আনার প্রথম প্রচেষ্টাটি ব্যর্থ হয় ভুল বিচারের কারণে।
ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে তার অধীন জাস্টিস ডিপার্টমেন্ট ব্রেয়না টেইলরের বাড়িতে অভিযানের সময় হ্যানকিসনের দায়কে খাটো করে দেখাতে চেয়েছে।
ডিপার্টমেন্টটির পক্ষ থেকে বলা হয়েছে, ব্রেয়নাকে গুলি করেননি হ্যানকিসন। অন্যভাবেও ব্রেয়নার মৃত্যুর জন্য দায়ী নন তিনি।