কুইন্সে বাসা থেকে নগদ অর্থ ও গহনা লুট

ডেস্ক রিপোর্ট
  ২৮ জুলাই ২০২৫, ১৪:০৫


নিউইয়র্কের কুইন্সে এক বাড়ি থেকে প্রায় ৫ লাখ ডলারের নগদ অর্থ, গয়না ও অন্যান্য মূল্যবান সামগ্রী চুরি হয়েছে। এই ঘটনায় অভিযুক্ত ব্যক্তির একটি নজরদারি ভিডিও  প্রকাশ করেছে পুলিশ।
 গত ২ মে (শুক্রবার) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে কুইন্সের জামাইকা এস্টেটস এলাকার চেভি চেইস স্ট্রিট ও ৮০তম রোড সংলগ্ন এক বাড়িতে এ চুরির ঘটনাটি ঘটে।
পুলিশ জানায়, অভিযুক্ত ব্যক্তি ওই বাড়ির রান্নাঘরের পিছনের জানালার কাচ ভেঙে ঘরে প্রবেশ করে। পরে তিনি শয়নকক্ষের আলমারি থেকে বিভিন্ন গয়না, ব্যাগ এবং একটি ব্যাংক কার্ড নিয়ে যান, যার মূল্য প্রায় ১ লাখ ৯২ হাজার ডলার বলে ধারণা করা হচ্ছে।
চোর আরও প্রায় ৩ লাখ ডলার নগদ অর্থ এবং বেসমেন্ট থেকে একটি নিরাপত্তা ক্যামেরা সিস্টেম খুলে নিয়ে যায়। এরপর তিনি হেঁটে ঘটনাস্থল ত্যাগ করেন এবং কোথায় গেছেন তা জানা যায়নি।
এই ঘটনায় কারও কাছে কোনো তথ্য থাকলে অনুগ্রহ করে এনওয়াইপিডির ক্রাইম স্টপার্স হটলাইনে ১-৮০০-৫৭৭-টিপস (TIPS) নম্বরে যোগাযোগ করার জন্য আহ্বান জানানো হয়েছে।