থ্যাংকসগিভিং-এ মেসি'জ এর শোভাযাত্রায় মেতে উঠেছিলেন নিউইয়র্ক

ডেস্ক রিপোর্ট
  ২৪ নভেম্বর ২০২৩, ১০:৫৩

নিউইয়র্কাররা এই দিনটির আর এই ইভেন্টটির অপেক্ষায় থাকেন বছর ভর। বৈরী আবহাওয়া নিয়ে এবার কিছুটা শঙ্কা থাকলেও শেষপর্যন্ত দিনটি ছিলো রৌদ্রজ্জ্বল। আর তাতে নিউইয়র্করা মেতে উঠেছিলেন মেসি'জ এর আয়োজনে বিশেষ থ্যাংকসগিভিং প্যারেডে। ম্যানহাটানেনর আপার ওয়েস্ট সাইড থেকে শুরু হয়ে এবছরের প্যারেন সেন্ট্রাল পার্ক হয়ে ৩৪ স্ট্রিটে মেসি'জ এর ফ্ল্যাগশীপ স্টোরের সামনে গিয়ে শেষ হয়। শোভাযাত্রার পাশাপাশি ছিলো নানাবিধ আয়োজন ও পরিবেশনা। পারফর্ম করেন বিশিষ্ট শিল্পীরা। সবশেষে সান্টাক্লজের উপস্থিতির মধ্য দিয়ে প্যারেড শেষ হয়।
এবারের প্যারেডে ১৬টি ক্যারেক্টার বেলুন ২৬টি ফ্লট, ৩২টি হেরিটেজ ও নভেলটি বেলুন ছিলো। নেটফ্লিক্সের লিও দ্য লিজার্ড ক্যারেক্টার বেলুনটি ছিলো ৪০ ফুট উঁচু। ৪৪ ফুট উঁচুর স্পঞ্চবব ছাড়িয়ে গিয়েছিলো লিওকেও।