নিউ ইয়র্ক সিটির রেস্তোরাঁয় গুলিবর্ষণে নিহত ৩

ডেস্ক রিপোর্ট
  ১৮ আগস্ট ২০২৫, ০১:১১

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির ব্রুকলিন এলাকায় একটি রেস্তোরাঁর ভেতরে গুলিবর্ষণের ঘটনায় তিনজন নিহত এবং আটজন আহত হয়েছেন। রবিবার (১৭ আগস্ট) ভোর সাড়ে তিনটার দিকে শহরের ক্রাউন হাইটস এলাকার টেস্ট অফ দ্য সিটি লাউঞ্জ রেস্তোরাঁয় গুলির এ  ঘটনা ঘটে।
নিউ ইয়র্ক পুলিশ কর্তৃপক্ষ ঘটনাটি নিশ্চিত করেছে।
নিউ ইয়র্ক পুলিশ কমিশনার জেসিকা টিশ এক সংবাদ সম্মেলনে বলেন, নিহত তিনজন পুরুষ। তাদের মধ্যে দুজনের বয়স ২৭ এবং ৩৫ বছর, তৃতীয়জনের বয়স এখনও নির্দিষ্ট করা যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি এবং সন্দেহভাজনদের শনাক্ত করা যায়নি।
তিনি জানান, আজ সকালে যা ঘটেছে তা খুবই ভয়াবহ এবং আমরা তদন্ত করে দেখব কী ঘটেছে। ঘটনাস্থল থেকে কমপক্ষে ৩৬টি শেলের খোসা উদ্ধার করা হয়েছে। আহত ৮ জন ব্যক্তিকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সূত্র: দ্য হিন্দুস্থান টাইমস