ফেডারেল সরকারের অবৈধ অভিবাসনবিরোধী কঠোর ব্যবস্থার শিকার হলো নিউ ইয়র্ক সিটির আরেকটি পরিবার।আইউইটনেস নিউজ শনিবার জানায়, সাত বছরের একটি মেয়ে শিশু, তার মা মার্থা ও ১৯ বছরের ভাই ম্যানুয়েলকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট-আইস।
লোয়ার ম্যানহাটনের ফেডারেল প্লাজায় নিয়মিত অভিবাসন চেকইনের সময় তাদের গ্রেপ্তার করা হয় বলে খবর পাওয়া যায়। পরিবারটির সহায়তায় এগিয়ে এসেছেন স্থানীয় নেতারা।
নিউ ইয়র্ক সিটি কাউন্সিল সদস্য শেকর কৃষ্ণান দেশের পরিস্থিতি পরিবার থেকে শিশুদের আলাদা করার অবস্থায় গেছে কি না, সে প্রশ্ন করেছেন।
গ্রেপ্তারের পর মা ও শিশুকে টেক্সাসে স্থানান্তর করা হয়। ১৯ বছরের তরুণকে নিউ জার্সিতে আটক রাখা হয়।
পরিবারটি থাকত জ্যাকসন হাইটসে। তারা এসেছিল ইকুয়েডর থেকে। শিশুটি পড়ত এলমহার্স্টের পিএস ৮৯কিউ নামের একটি পাবলিক স্কুলে।
আইস সাম্প্রতিক সপ্তাহগুলোতে পাবলিক স্কুলের যেসব শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে, তার মধ্যে শিশুটি চতুর্থ বলে মনে করা হচ্ছে।
ব্রুকলিন ফ্রন্টিয়ার্স হাই স্কুলের ২০ বছরের শিক্ষার্থী মামাদু দিয়ালোর সমর্থনে শুক্রবার রাতে জড়ো হন অনেকে। গিনি থেকে আসা দিয়ালো অভিবাসন আদালতে নিয়মিত শুনানিতে গেলে আইস এজেন্টরা তাকে গ্রেপ্তার করেন।
মার্থা ও তার সন্তানদের কেন আটক করা হয়েছে, সে বিষয়ে জানতে হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টকে করা প্রশ্নের উত্তর পায়নি আইউইটনেস নিউজ।