মধ্যরাতে ব্রুকলিনে রক্তক্ষয়ী বন্দুক হামলা, নিহত ৩

ডেস্ক রিপোর্ট
  ১৮ আগস্ট ২০২৫, ১৪:৩৪

ব্রুকলিনের ক্রাউন হাইটসের টেস্ট অফ দ্য সিটি লাউঞ্জে রোববার মধ্যরাতে ভয়াবহ বন্দুক হামলার ঘটনা ঘটেছে। হামলায় ৩ জন নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়েছেন আট জন।
এবিসি নিউজ জানায়, নাইন জিরো থ্রি ফ্র্যাঙ্কলিন অ্যাভিনিউয়ের লাউঞ্জের ভেতরে স্থানীয় সময় ৩ টা ৩০ মিনিটের ঠিক আগে গুলি চালানোর ঘটনা ঘটে।
নাইন ওয়ান ওয়ানে খবর দেয়ার পর পুলিশ কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং সেখানে বেশ কয়েকজনকে গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পান।
ভুক্তভোগীদের মধ্যে ৮ জন পুরুষ ও তিনজন নারী রয়েছেন। নিহত ৩ জনই পুরুষ। পুলিশ জানায় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
গুলিবিদ্ধ আহত ব্যক্তিরা স্থানীয় এলাকার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাদের সবার অবস্থা স্থিতিশীল রয়েছে।
তদন্তকারী পুলিশ কর্মকর্তারা জানায়, ভিড়পূর্ণ ক্লাবে একটি বিবাদকে কেন্দ্র করে একাধিক বন্দুকধারীর মধ্যে গুলি ছোঁড়ার ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে পুলিশ কমপক্ষে ৩৬টি গুলির শেল উদ্ধার করেছে।
এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। গোয়েন্দারা ঘটনাস্থল এবং তার আশেপাশের সিসিটিভি ফুটেজ ভিডিও খতিয়ে দেখছেন।
ইতোমধ্যে পুলিশ কর্মকর্তারা বেডফোর্ড অ্যাভিনিউ এবং ইস্টার্ন পার্কওয়ের কাছাকাছি থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে। তবে এই আগ্নেয়াস্ত্রটি গুলি চালানোর ঘটনার সাথে সম্পর্কিত কিনা তা এখনও তদন্তাধীন।
২০২৪ সালের নভেম্বরে এই একই লাউঞ্জে আরেকটি গুলি চালানোর ঘটনা ঘটে।