রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধ চাইলে মুহূর্তেই বন্ধ করতে পারেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি— রবিবার এমন মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এ জন্য রাশিয়ার দখলকৃত ক্রিমিয়া অঞ্চল ফেরত পাওয়া ও ইউক্রেনের ন্যাটোতে যোগদানের আশা ছেড়ে দিতে হবে জানান তিনি। সোমবার হোয়াইট হাউসে জেলেনস্কির সঙ্গে বৈঠকের এক দিন আগে এমন মন্তব্য করলেন ট্রাম্প।
পোস্টে ট্রাম্প লেখেন, ‘প্রেসিডেন্ট জেলেনস্কি চাইলে মুহূর্তের মধ্যেই রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধ করতে পারেন, অথবা লড়াই চালিয়ে যেতে পারেন।
তিনি বলেন, ‘মনে রাখবেন, কিভাবে এটা শুরু হয়েছিল। ১২ বছর আগে একটি গুলি না চালিয়েই ক্রিমিয়া দিয়ে দিয়েছিলেন ওবামা। সেটা আর ফেরত পাওয়া যাবে না, আর ইউক্রেনের ন্যাটোতে যোগ দেওয়াও সম্ভব নয়। কিছু জিনিস কখনোই বদলায় না!’
ট্রাম্পের এমন মন্তব্যের পর প্রতিক্রিয়া জানান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
তিনি বলেন, ক্রিমিয়াসহ যেসব ছাড় পুতিনকে দেওয়া হয়েছে, তা তাকে যুদ্ধ করতে আরো উৎসাহিত করেছে। তিনি আরো বলেন, আমরা দ্রুত ও নির্ভরযোগ্যভাবে যুদ্ধ শেষ করতে চাই। তবে সেই শান্তি স্থায়ী হতে হবে।
শুক্রবার (১৫ আগস্ট) প্রায় তিন ঘণ্টা ধরে আলাস্কায় বৈঠক করেন ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
সেখানে যুদ্ধ বন্ধের শর্ত হিসেবে পুতিন দনবাসের পুরো দোনেৎস্ক অঞ্চল দাবি করেছেন বলে দ্য গার্ডিয়ানের একটি সূত্র জানিয়েছে।
এরপর ট্রাম্প বলেন, ‘জেলেনস্কি যদি দোনেৎস্ক অঞ্চলের পুরোটা ছেড়ে দেন, তাহলে একটি শান্তিচুক্তি সম্ভব হতে পারে।’ তিনি আরো বলেন, ‘যুদ্ধ বন্ধে ইউক্রেনের রাশিয়ার সঙ্গে সরাসরি একটি চুক্তি করা উচিত। কারণ, রাশিয়া একটি বড় শক্তি, ইউক্রেন তা নয়।’