কুইন্সের ইস্টেলমারস্টে শুক্রবার রাত ৯টা ২০ মিনিটের দিকে বন্দুক সহিংসতাই নিহত হয়েছেন ২১ বছর বয়সে এক নারী
।ঘটনাটি ঘটে ২৬থ ৯৬ স্টিটে।পুলিশ জানায় নিহত দাসান্না ডনভেদন দরজার সামনে দাঁড়িয়ে ছিলেন, এ সময় রাস্তায় একাধিক গুলি চালানো হলে সরাসরি তার মাথায় এসে আঘাত লাগে ঘটনাস্থলে তাকে মৃত ঘোষণা করা হয়।
তবে তিনি লক্ষ্যবস্তু ছিলেন কিনা তা এখনো নিশ্চিত করেনি এনওয়াইপিডি।