ফিলাডেলফিয়ায় বাস স্টপেজের কাছে তিন বন্দুকধারীর হামলায় এক কিশোর গুলিবিদ্ধ হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ৭ কিশোর। এদের মধ্যে একজনের শরীরে ৯টি গুলি লেগেছে। তার অবস্থা গুরুতর। অন্য সাত জনের অবস্থা উন্নতির দিকে। স্থানীয় সময় বুধবার (৬ মার্চ) বেলা ৩টার দিকে এ হামলার ঘটনা ঘটে। খবর সিএনএন।
স্থানীয় পুলিশের বরাতে প্রতিবেদনে বলা হয়, ১৫ থেকে ১৭ বছর বয়সী আট শিক্ষার্থী ওই বাস স্টপেজে অপেক্ষা করছিল। এ সময়ে একটি পার্ক করা গাড়ি থেকে তিন যুবক নেমে এসে অন্তত ৩০ রাউন্ড গুলি ছোঁড়ে। এতে শিক্ষার্থীরা গুলিবিদ্ধ হয় এবং দুটি বাসে গুলি লাগে। খবর পেয়ে পুলিশ আহত শিক্ষার্থীদের হাসপাতালে নিয়ে যায়। অন্তত ৯ বার গুলিবিদ্ধ কিশোরের অবস্থা আশঙ্কাজনক।
এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। গোলাগুলির পেছনে কারণও জানা যায়নি। তবে সোমবার আরও একটি বাস স্টপেজে বন্দুক হামলা হয়েছিল যাতে একজন নিহত হন। দুটি ঘটনার মাঝে কোনো যোগ আছে কিনা খতিয়ে দেখছে পুলিশ।