প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণা স্থগিত করলেন নিকি হ্যালি

ডেস্ক রিপোর্ট
  ০৭ মার্চ ২০২৪, ১২:১৯

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণা স্থগিত করেছেন নিকি হ্যালি। এসময় তিনি বলেন, ট্রাম্পকে অবশ্যই আমাদের ভোট অর্জন করতে হবে। -বিবিসিনিকি হ্যালি তার প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণা স্থগিত করেছেন, যার ফলে ডোনাল্ড ট্রাম্প রেসে থাকা শেষ রিপাবলিকান হয়েছেন।
তিনি এসময় আরও বলেন, তার এটা নিয়ে “কোন অনুশোচনা নেই” এবং ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন তিনি। তিনি ট্রাম্পকে স্মরণ করিয়ে দেন যে, তাকে এখন এমন লোকদের “ভোট অর্জন করতে হবে” যারা তাকে সমর্থন করেনি।
প্রেসিডেন্ট জো বাইডেন এবং ট্রাম্প মঙ্গলবারে অনুষ্ঠিত রাজ্য প্রাইমারিগুলিকে সুইপ করার পরে এখবরটি এসেছে। নভেম্বরে পুনরায় ম্যাচের জন্য তাদের পথ তৈরি করেছে। বাইডেন ১৪টি রাজ্যে ডেমোক্র্যাটিক দলের মনোনয়ন প্রতিযোগিতায় জিতেছেন। সাথে আইওয়া, যেখানে লোকেরা পোস্টের মাধ্যমে ভোট দিয়েছে। কিন্তু আমেরিকান সামোয়া অঞ্চলে ১১ ভোটে হেরেছেন।
ইতিমধ্যে, ট্রাম্প ১৪টি রিপাবলিকান প্রতিযোগিতায় জিতেছেন, যদিও হ্যালি ভার্মন্টে একটি আশ্চর্যজনক জয় পেয়েছে। তাদের জয়ের পরে বক্তৃতায় ট্রাম্প বলেছিলেন যে, বাইডেন নির্বাচনে জিতলে মার্কিন যুক্তরাষ্ট্র নামে আর একটি দেশ থাকবে না। যখন বাইডেন তাকে অভিযুক্ত করেছেন যে, তিনি আমেরিকানদের অশুভ। সিবিএস এক্সিট পোলে রিপাবলিকান ভোটারদের প্রশ্নে অভিবাসন এবং অর্থনীতি ছিল মূল বিষয় বলে জানা গেছে।