নিউইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামস

সিটির বেসরকারি খাতে ২.৭০ লাখ কর্মসংস্থান হয়েছে

ডেস্ক রিপোর্ট
  ০৭ মার্চ ২০২৪, ১২:২১

নিউইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামস বলেছেন, আমরা উইয়র্ক সিটিকে সকল নিউইয়র্কবাসীর জন্য অধিকতর বাসযোগ্য করতে বদ্ধপরিকর। এজন্য আমার প্রশাসন দায়িত্ব গ্রহণের পর থেকে নিউইয়র্কারদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং করোনা মহামারির কারণে বিপর্যস্ত অর্থনীতিতে গতিসঞ্চার করে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনার লক্ষ্যে সাধ্যমতো সকল উদ্যোগ নিয়েছি এবং তার সুফলও আমরা লাভ করেছি। তিনি বলেন আমরা নিউইয়র্ক সিটির বেসরকারি খাতে ২ লাখ ৭০ হাজারের অধিক নতুন কর্মসংস্থান করেছি। মেয়র এরি অ্যাডামস তার সাপ্তাহিক মতামত নিবন্ধে কথাগুলো বলেছেন। তিনি আরো বলেন আমরা যে শুধু কর্মসংস্থান বৃদ্ধি করেছি তাই নয়, আমরা প্রথমবারের মতো ফুড ডেলিভারি কর্মীদের জন্য বিশেষ ন্যূনতম মজুরি নির্ধারণ করেছি। এছাড়াও আমরা অন্যান্য খাতে কর্মরত শ্রমিক ভাইবোনদের জন্য মজুরি ও সুযোগসুবিধা নির্ধারণ করেছি, যা তাদের প্রাপ্য।
মেয়র অ্যাডামস তার শৈশবের স্মৃতি উল্লেখ করে বলেন, নিউইয়র্ক সিটি তৈরি হয়েছে সিটির কর্মজীবী মানুষের ঘাম ও অশ্রুতে। তার মা ছিলেন সিঙ্গেল মাদার, যাকে তার ৫ সন্তানকে গড়ে তোলার জন্য কঠোর পরিশ্রম করতে হয়েছে এবং এই সিটিতে যোগ হয়েছে তার ত্যাগ, তার পরিশ্রমের ঘাম ও কষ্টের অশ্রু। সিটির লাখ লাখ পরিবারকে তার মায়ের মতো একইভাবে পরিশ্রম করতে হয়েছে। তিনি বলেন, সিটিতে সাশ্রয়ী মূল্য ও ভাড়ায় বাড়ির জন্য অর্থনৈতিক সহায়তা দিচ্ছি। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি, যাতে অধিক সংখ্যক নিউইয়র্কার সাশ্রয়ী মূল্যের বাড়ির সুবিধা লাভ করতে পারেন। তিনি বলেন, আমরা কর্মজীবী মা-বাবার জন্য শিশুসেবা ও পরিচর্যার ব্যয় হ্রাস করেছি। পাবলিক স্কুলগুলোতে ভর্তি হার বৃদ্ধি পেয়েছে এবং স্কুলের ক্লাসরুমগুলোতে রিডিং এর ক্ষেত্রে এক বিপ্লব সাধিত হয়েছে। এছাড়া সিটিতে অপরাধ হ্রাস পেয়েছে এবং রাস্তাঘাট আগের চেয়ে পরিস্কার পরিচ্ছন্ন থাকছে। এছাড়া তিনি তার নিবন্ধে এবার ট্যাক্স ফাইলিং সিজনে বিনামূল্যে ট্যাক্স ফাইলিং সুবিধা গ্রহণের জন্য আয়ভিত্তিক নির্ধারিত ক্যাটাগরির নিউইয়র্কারদের প্রতি আহবান জানান। এজন্য তারা ভিজিট করতে পারেন মবঃুড়ঁৎবভঁহফ.ড়ৎম/হুপ ওয়েবসাইট, ওয়েবসাইটে দেওয়া আছে যে তারা কোথায় সুবিধাজনক লোকেশনে ট্যাক্স ফাইল করতে পারবেন। ।