ব্রুকলিন সিনাগগে আগুন, জানালা দিয়ে তিনজন উদ্ধার

ডেস্ক রিপোর্ট
  ৩১ মার্চ ২০২৪, ১১:৫২

২৯ মার্চ শুক্রবার ভোরে ব্রুকলিন সিনাগগে অগ্নিকাণ্ডে দু'জন গুরুতর ভাবে আহত হয়েছেন। অগ্নি নির্বাপক কর্মীরা ৬০ স্ট্রিটে এবং ১৯ এভিনিউয়ের কাছে সকাল ৬:৩০ কাছাকাছি সময়ে, একটি এলার্মে সাড়া দিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যান। সেখানে পৌঁছে তারা তীব্র ধোয়ার সম্মুখীন হন। এ সময় একটি বাকেট ট্রাক নিয়ে তারা দ্রুত বিল্ডিংয়ে প্রবেশ করেন এবং তৃতীয় তলায় লোকেদের সুরক্ষার জন্য আটকে রাখেন। তারপর তৃতীয় তলার জানালা দিয়ে তিনজনকে উদ্ধার করতে সক্ষম হোন তারা।
ঘটনা স্থলটি ছিল একটি মিশ্র ব্যবহারিক বিল্ডিং, যেখানে নিচের দুটি তলা সিনাগগ দ্বারা ব্যাবহার করা হতো এবং উপরে একটি অ্যাপার্টমেন্ট রয়েছে। 
দমকল বাহিনী কর্তৃপক্ষ বলছেন যে, মনে হচ্ছে দ্বিতীয় তলার রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত। এবং আগুন দ্বিতীয় তলাতেই সীমাবদ্ধ ছিল কিন্তু প্রচণ্ড ধোঁয়া খুব দ্রুত চতুর্দিকে ছড়িয়ে পড়ে। কর্মকর্তারা নিয্চিত করেন, তিনতলার জানালা থেকে তিনজন ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে।
তবে এটা পরিষ্কার জানানো হয়নি যে উদ্ধারকৃত তিনজনকে, মারাত্মকভাবে আহত দুজনের সাথে সম্পৃক্ত করা হয়েছে কিনা। মোট পাঁচজনকে হাসপাতালে চিকিৎসার জন্য স্থানান্তরিত করা হয়েছে। হতাহতদের সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানানো হয়নি।