সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বললেন

তৃতীয় বিশ্বযুদ্ধ ডেকে আনতে পারেন বাইডেন

ডেস্ক রিপোর্ট
  ১৩ এপ্রিল ২০২৪, ২০:২৬
ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেন

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, 'ইসরায়েলে যা চলছে, তা বিশ্বযুদ্ধে রূপ নিতে পারে।' প্রেসিডেন্ট জো বাইডেনের সমালোচনা করে তিনি বলেন, 'তিনি (বাইডেন) জানেন না তিনি কী করছেন। তিনি দেশকে বিশ্বযুদ্ধের দিকে নিয়ে যেতে পারেন। তৃতীয় বিশ্বযুদ্ধ ডেকে আনতে পারেন।'
স্থানীয় সময় শুক্রবার (১২ এপ্রিল) সন্ধ্যায় ফ্লোরিডায় এক বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনে ট্রাম্প বাইডেনকে 'বেশ করুণ' বলে খোঁচাও দেন। তিনি বলেন, 'আমাদের এমন একজন প্রেসিডেন্ট আছেন যিনি দুটি বাক্য একসঙ্গে বলতে পারেন না! যিনি মঞ্চ থেকে সিঁড়ি খুঁজে পান না, যিনি জানেন না তিনি কী করছেন!'
ট্রাম্প বলেন, 'আমি প্রেসিডেন্ট হলে তারা (ইরান) ইসরায়েলকে আক্রমণ করতো না। আমি থাকতে তারা কখনই তা করেনি। কারণ ইরান আক্রমণ করার মতো অবস্থানে ছিল না। তাদের কাছে কোনো টাকা ছিল না। তারা ভেঙে পড়েছিল।'
তিনি বলেন, 'ইসরায়েলের সঙ্গে যা চলছে, তা শেষ পর্যন্ত বিশ্বযুদ্ধে জড়িয়ে পড়তে পারে।'
সাবেক মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, 'আমাদের জাতির জন্য এটি একটি বিপজ্জনক সময়। বিপজ্জনক হওয়ার একটি বড় কারণ হলো, আমাদের এমন একজন রাষ্ট্রপতি আছেন যিনি মারাত্মকভাবে অযোগ্য!'
তথ্যসূত্র: ডেইলি মেইল