যুক্তরাষ্ট্রে রেকর্ড জন্মহার হ্রাস

ডেস্ক রিপোর্ট
  ৩০ এপ্রিল ২০২৪, ১৩:৩৮

মার্কিন যুক্তরাষ্ট্রে শিশু জন্মের সংখ্যা রেকর্ডভাবে কমেছে। গত বছরের তুলনায় এ বছর দেশটিতে শিশু জন্মের সংখ্যা কমেছে প্রায় ৭৬ হাজার। যা ১৯৭৯ সালের সর্বনিম্ন সংখ্যাকে ছাড়িয়ে গেছে।
সম্প্রতি এক প্রতিবেদনে এসব তথ্য জানায় মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি)। সংস্থাটি জন্মহার হ্রাসকে উদ্বেগজনক বলে মন্তব্য করেছে। 
প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালে প্রায় ৩.৫৯ মিলিয়ন শিশুর জন্ম হয়েছিল যা ২০২২ সালে ৩.৬৬ মিলিয়ন থেকে কম। 
সংস্থাটি জানায়, এই তথ্য আগের বছরের চেয়ে ৯৯ শতাংশ বেশি জন্ম রেকর্ড করে তুলনা করা হয়েছে। সকল জন্মসনদ পর্যালোচনা করলে এর সংখ্যা সামান্য তারতম্য হতে পারে বলে জানায় সিডিসি।
ব্যক্তিগত অর্থবিষয়ক ওয়েবসাইট নিরড ওয়ালেটের সাম্প্রতিক প্রকাশিত এক জরিপে দেখা যায়, ৬০ বছরের কম বয়সী নন-অভিভাবকদের মধ্যে কেবল ২৭ শতাংশ মানুষ সন্তান নেওয়ার পরিকল্পনা করেন। এর কারণ হিসেব অতিরক্তি ব্যয়কে তুলে ধরেছেন অনেকে। 
কিশোরী এবং অল্প বয়স্ক মহিলাদের জন্মের হার কমছে। তবে ৩০-৪০ বছর বয়সীদের জন্মহার বেড়েছে। যা পরিবার পরিকল্পনার আগে নারীদের ক্যারিয়ার গড়ায় গুরুত্বের দিকে ইঙ্গিত করে।
এদিকে জন্মহার অত্যাধিক হারে হ্রাস পাওয়া বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সমাজবিজ্ঞান বিশেষজ্ঞ নিকোলাস মার্ক। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের বেশিরভাগ মানুষ উচ্চস্তরে 
করোনার আগে এক দশকেরও বেশি সময় ধরে মার্কিন যুক্তরাষ্ট্রে জন্মহার কম ছিল। মহামারী চলাকালীন জন্মহার বাড়লেও এখন তা আবার কমতে শুরু করেছে। এর একটি সম্ভাব্য কারণ জীবনযাত্রার খরচ হতে পারে।