আমেরিকায় একাকী নিঃসঙ্গ জীবনে সঙ্গী পেতে বিলবোর্ডে বিজ্ঞাপন

ডেস্ক রিপোর্ট
  ০১ মে ২০২৪, ১২:৩৯

একাকী নিঃসঙ্গ জীবন কাটাতে কাটাতে ত্যক্ত-বিরক্ত হয়ে অবশেষে সঙ্গী পেতে বড় বিলবোর্ডে বিজ্ঞাপন দিয়েছেন ৭০ বছর বয়সি গিলবার্টি। এ জন্য সপ্তাহে তিনি খরচ করছেন ৪শ’ ডলার। ২৯ এপ্রিল (সোমবার) এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক পোস্ট এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, বিলবোর্ডটি যুক্তরাষ্ট্রের টেক্সাসে রয়েছে। ইতোমধ্যে বিজ্ঞাপন দিয়ে বেশ সাড়া পাচ্ছেন গিলবার্টি। দুই সপ্তাহে ৪শ’টির বেশি ফোনকল পেয়েছেন তিনি। এ ছাড়াও ৫০টি ই-মেইল পেয়েছেন গিলবার্টি।
জানা গেছে, এর আগে বিয়ে করেছিলেন প্রেম-প্রিয় গিলবার্টি। তার একটি সন্তানও রয়েছে। তবে ২০১৫ সাল থেকে ‘সিঙ্গেল’ তিনি। তাই সঙ্গী পেতে অভিনব এই উপায় বের করেছেন গিলবার্টি।
প্রায় ২০ ফুটের বিলবোর্ডটিতে গিলবার্টির হাসিমুখের একটি ছবি আছে। সঙ্গে লেখা আছে কিছু বার্তা। যেখানে লেখা আছে, ‘গিলবার্টি একজন একাকী পুরুষ। অন্যত্র যেতেও রাজি তিনি। শুধু দরকার বিয়ের জন্য একজন নারীর!’
তবে তিনি আশাবাদী যে শীঘ্রই ‘মিস রাইট’ খুঁজে পাবেন। গিলবার্টি জানান, সঙ্গী হিসেবে ওই নারীকে বিশ্বস্ততা, সততা এবং আন্তরিকতায় পূর্ণ হতে হবে। এমন সঠিক ব্যক্তির জন্য যুক্তরাষ্ট্রের যে কোনো জায়গায় চলে যেতেও তিনি প্রস্তুত। এমনকি তিনি প্রয়োজন হলে যুক্তরাজ্যেও চলে যাবেন, যদি তিনি তার জীবনের ভালোবাসা খুঁজে পান।