দিয়েছেন ডেমোক্র্যাটিক পার্টির সিনেটর মাইকেল ব্যানেট।
আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন যখন নির্বাচনি দৌড় থেকে সরে না দাঁড়াতে অটল থেকে সময়ক্ষেপণ করছেন, ঠিক তখনই নির্বাচনে ক্ষতির মুখে পড়ার বিষয়ে প্রথম প্রকাশ্যে সতর্ক করেছেন তারই দল ডেমোক্র্যাটিক পার্টির এক সিনেটর।
সিএনএন-কে সিনেটর মাইকেল ব্যানেট বলেছেন, প্রতিপক্ষ রিপাবলিকান পার্টির সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প নভেম্বরের আসন্ন নির্বাচনে ‘নিরঙ্কুশ’ জয় পেয়ে যেতে পারেন।
বাইডেনের একগুঁয়ে মনোভাবের কারণে ডেমোক্র্যাটরা দিনদিনই উদ্বিগ্ন হয়ে উঠছে এই ভেবে যে, বাইডেন কেবল হোয়াইট হাউজই না বরং এই হাউজে আসার কোনওরকম সুযোগ এমনকী সিনেটের নিয়ন্ত্রণ ধরে রাখার সুযোগও হাতছাড়া করছেন।
যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে সমালোচিত নির্বাচনি বিতর্কের ১২ দিন পর বাইডেন এখন তার রাজনৈতিক অস্তিত্ব রক্ষার জন্য অভ্যন্তরীন ও বৈশ্বিক নজরদারির মধ্যে তীব্র লড়াই করছেন।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রথম মুখোমুখি ওই বিতর্কে বাইডেনের শোচনীয় পরাজয়ের পর থেকেই লাভ-ক্ষতির হিসাব-নিকাশ করছেন ডেমোক্র্যাটরা।
গত কয়েকদিনে বাইডেন তীব্র সমালোচনার মুখে পড়েছেন। নির্বাচনী বিতর্কে হারার পর থেকেই বাইডেন ডেমোক্র্যাটদের উদ্বেগ নানাভাবে চেষ্টা করেও কমাতে পারছেন না।
নির্বাচনি দৌড় থেকে বাইডেনের সরে যাওয়ার আহ্বান ক্রমেই জোরাল হচ্ছে। বাইডেনের মানসিক ও শারিরীক সক্ষমতা নিয়ে সংশয় সৃষ্টি হয়েছে ডেমোক্র্যাটদের মধ্যে।
বাইডেনকে সমর্থন করেন এমন কয়েকজনও নির্বচনি প্রচারে জয় পাওয়ার বিষয়ে বাইডেনের কৌশল এবং সক্ষমতা নিয়ে সংশয় প্রকাশ করেছেন।
এই ধরনের সংশয় প্রকাশ করা ডেমোক্র্যাটদেরই একজন কলোরাডোর সিনেটর মাইকেল ব্যানেট। যিনি শঙ্কা প্রকাশ করে বলেছেন, বাইডেন নভেম্বরের নির্বাচনে জিততে পারবেন না।
সিএনএন এর সাংবাদিক কলিন্সকে তিনি বলেন, “এটি সত্য যে, আমি একথা বলেছি যে, ডনাল্ড ট্রাম্প নির্বাচনে জয়ের পথে রয়েছেন। আমি মনে করি তিনি এই নির্বাচনে জিতবেন এবং হয়ত নিরঙ্কুশ জয় পাবেন। আর এর সঙ্গে তিনি সিনেট এবং হাউজের দখলও নেবেন।
“সুতরাং আমার কাছে বিষয়টি কেবল নির্বাচনের প্রশ্ন নয়, রাজনীতিরও প্রশ্ন নয়, এটি হচ্ছে আমাদের দেশের ভবিষ্যৎ নিয়ে নৈতিক প্রশ্ন।
“আমি মনে করি, বিপর্যয়কর ওই বিতর্কের পর থেকে এখন পর্যন্ত হোয়াইট হাউজ আসলে এমন কিছুই দেখাতে পারেনি যে তাদের নির্বাচনে জয়লাভের কোনও পরিকল্পনা আছে,” বলেন ব্যানেট।