নিউইয়র্ক সিটির প্রোগ্রাম সামারে শিক্ষা অব্যাহত রাখতে সহায়ক 

ডেস্ক রিপোর্ট
  ১৯ আগস্ট ২০২৪, ১৩:৫৬

সামারের ছুটি বাচ্চাদের জন্য আনন্দদায়ক হলেও, অনেক সময় ছুটি শেষে স্কুলে ফিরে যাওয়ার ভীতি দেখা দেয় তাদের  মধ্যে-যাকে বলা হয় 'সামার স্লাইড'।  নিউইয়র্কের শিক্ষার্থীদের এই সমস্যা সমাধানে কাজ করে যাচ্ছে 'সামার বুস্ট' প্রোগ্রাম। এটি 'সামার সরাইজিং প্রোগ্রাম' থেকে আলাদা। বাচ্চাদের শিক্ষা বছরব্যাপী চলমান রাখতে সাহায্য করাই 'সামার বুস্ট' প্রোগ্রামের উদ্দেশ্য। 'সামার বুস্ট' হল একটি ব্যক্তিগত উদ্যোগ যা সহ-ফান্ডারদের সাথে অংশীদারিত্বে ব্লুমবার্গ ফিলানথ্রপিস দ্বারা সমর্থিত। মূলত কোভিডকালীন সময়ে শেখার ক্ষতির প্রতিক্রিয়া হিসাবে এটি চালু করা হয়েছিল, তবে প্রোগ্রামটি সারা দেশে নির্বাচিত শহরগুলিতে চার্টার শিক্ষার্থীদের সহায়তা করে চলেছে যাতে শেখার মান ত্বরান্বিত করা যায় এবং সমৃদ্ধকরণ কার্যক্রম প্রদানের মাধ্যমে ইংরেজি ভাষা, শিল্প ও গণিতে একাডেমিক পুনরুদ্ধার করা যায়। কোভিড পূর্ববর্তী সময়েও সামার শিক্ষার উপকারিতা ছিলো তবে বর্তমানে তা অত্যাবশ্যকীয় হয়ে পড়েছে। ব্লুমবার্গ এর তথ্য মতে, সামার প্রোগ্রামে থাকা ছাত্রছাত্রীরা কোভিডের কারণে ক্ষতিগ্রস্ত শিক্ষার ৩১ শতাংশ ম্যাথ  ও ২২ শতাংশ রিডিং পুনরুদ্ধার করতে পেরেছে। হার্লেম ভিলেজ একাডেমিজ চার্টার স্কুলের প্রতিষ্ঠাতা ড. ডেবোরাহ কেনি বলেন, 'যদি তুমি অনুশীলনের মধ্যে থাক তাহলে তুমি শক্তিশালী হবে। যদি অনুশীলনের মধ্যে না থাক, প্রথমেই তুমি তা বুঝতে পারবে না—ধীরে ধীরে তুমি দুর্বল হয়ে পড়বে এবং বছর শেষে তা বুঝতে পারবে। এটা পড়াশুনার ক্ষেত্রেও প্রযোজ্য।' সামার স্কুল একটা অপশন। এছাড়া কোভিড পূর্ববর্তী সময়ে সামার সমৃদ্ধকরণ প্রোগ্রামের আওতায় 'সামার স্লাইড' রোধে সাহায্য করা হতো বিশেষ করে নিম্ন আয়ের পরিবারের বাচ্চাদের যারা অসামঞ্জস্যপূর্ণভাবে এই সমস্যায় পড়তো। কিন্তু অতিমারি পরবর্তী সময়ে সামার স্কুল এবং সামার সমৃদ্ধকরণ প্রোগ্রাম উভয়ই প্রয়োজনীয় হয়ে পড়েছে।  সামারের ছুটির পর কিছুটা পিছিয়ে পড়া নতুন কোন সমস্যা নয়, তবে বর্তমানে বছরের শুরুতেই অনেক বেশি সংখ্যক বাচ্চার পিছিয়ে পড়ার ঘটনায় সামার শিক্ষাকে অনেক বেশি প্রয়োজনীয় করে তুলেছে।  নিরীক্ষণ গ্রুপ এনডব্লিউইএ এর জুলাই মাসে প্রকাশিত গবেষণায় উদ্বেগজনক তথ্য প্রকাশিত হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, সারা দেশে এইট গ্রেডের শিক্ষার্থীদের কোভিড পূর্ববর্তীদের সমান জ্ঞানার্জনের জন্য অতিরিক্ত নয় মাস ক্লাস করার প্রয়োজন রয়েছে যা আরো একটি স্কুল ইয়ারের সমান।  প্রথম থেকে ষষ্ঠ গ্রেডের জন্য এই প্রোগ্রাম পাঁচ সপ্তাহের হয়ে থাকে। ম্যাথ ও রিডিং ছাড়াও এখানে সামার ওয়ার্কশপ, প্রজেক্ট এবং ফিল্ড ট্রিপস এর ব্যবস্থা রয়েছে। ফলে সামার হলেও শিক্ষার্থীরা এখানে আনন্দ সহকারে শিক্ষা লাভ করে।  একজন ছাত্র মাইকেল ম্যানডি বলেন, 'এখানে আমরা প্রভলেম সল্ভ করার সুযোগ পাচ্ছি।' আরেক ছাত্র এলিজাবেথ ম্যানডি বলেন, 'এখানে আমরা নতুন অনেকের সাথে পরিচিত হওয়ার সুযোগ পাচ্ছি।'  এই ফলে সিক্সগ্রেড শুরু করতে যাওয়া লোরেন্জো পেরেজ বলেন, 'ফিফথ গ্রেডের অনেক পরীক্ষার সময় আমি সমস্যায় পড়েছি। আমার মনে হত, নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে, এগুলো আমার জন্য অসম্ভব এবং তখন আমার খুব হতাশ লাগতো। কিন্তু এই পরীক্ষায় আমি কি করছি তা ভালোভাবে বুঝতে পেরেছি।'  লোরেন্জো আরো বলেন, 'আমার মনে হচ্ছে স্কুল ইয়ার শেষ হওয়ার পর থেকে এ সময়ের মধ্যে আমি অনেকখানি বড় হয়ে গেছি। অল্পদিনের মধ্যেই সিক্স গ্রেডে যাবো'  লোরেন্জো'র মা জেনিল পেরেজ বলেন, 'এটা মে মাসে চিন্তাভাবনার বিষয় নয় বরং এটা জানুয়ারি মাসেই চিন্তা করার বিষয় যে, আপনার সন্তানকে আরেকটু উন্নতি করার জন্য কি ধরনের রিইনফোর্সমেন্ট করতে পারেন।'