আমেরিকার ডালাস শহরে এয়ার শো চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। মুখোমুখি সংঘর্ষ ভেঙে টুকরো টুকরো হয়ে গেল দুই বিমান। ঘটনায় মৃত্যু হয়েছে প্রায় ছয়জনের।
জানা যায়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার বোয়িং যুদ্ধবিমানগুলির একটি এয়ার শো চলছিল। তখন মাঝ আকাশে বোয়িং বি-১৭ বম্বার এবং বেল পি ৬৩ কিংকোব্রার মুখোমুখি ধাক্কা লাগে। সঙ্গে সঙ্গেই দু'টি বিমান ভেঙে পড়ে। আগুন লেগে যায় বিমানগুলিতে। দু'টি বিমান মিলিয়ে ছয়জন ছিলেন। তাদের সবার মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।
জানা গেছে, ডালাস শহরের এই এয়ারশো চলাকালীন গোটা বিষয়টি ক্যামেরাবন্দি হয়েছে। সেই ভিডিওটি ইতোমধ্যেই সোশাল মিডিয়ায় ছেয়ে গিয়েছে। যা দেখে শিউরে উঠছে গোটা বিশ্ব। ইতোমধ্যেই ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড এবং তরফে দুর্ঘটনা খতিয়ে দেখতে তদন্ত শুরু করা হয়েছে।