অ্যারিযোনার এলকস লজে শনিবার একটি গাড়ি বিধ্বস্ত হয়ে অন্তত ২৫ জন মানুষ আহত হয়েছেন। এলকস লজটি ফিনিক্সের কাছাকাছি শহর অ্যাপাচি জংশনের এন অ্যাপাচি ট্রেলে অবস্থিত। গাড়ি চালককে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে বলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা এক বিবৃতিতে জানিয়েছে অ্যাপাচি জংশন পুলিশ ডিপার্টমেন্ট।
দুর্ঘটনার কারণ হিসেবে প্রাথমিকভাবে গাড়ি চালানোর সময় ওই চালকের মদ্যপ অবস্থাকে দায়ী করছে পুলিশ। ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেয়া হয়। আহতদের মধ্যে ১০ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং ১৫ জনকে সামান্য আহত অবস্থায় প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের প্রকাশ করা ছবিতে দেখা যায়, শনিবার রাতে অনুষ্ঠানস্থলের ভেতরে একটি মঞ্চের কাছে কালো রঙের পিকআপ ট্রাক ঢুকে পড়েছে। গাড়িটি ধ্বংসস্তূপে ঘেরা।