হারিকেন মিল্টন মোকাবিলা

ফ্লোরিডায় সব ধরনের জরুরি সামগ্রী পাঠানো হয়েছে: বাইডেন

ডেস্ক রিপোর্ট
  ১০ অক্টোবর ২০২৪, ১৩:৫০

হারিকেন মিল্টন মোকাবিলায় ফ্লোরিডার দুর্যোগ কবলিত এলাকায় খাদ্য, পানিসহ সব ধরনের জরুরি সামগ্রী এবং পর্যাপ্ত উদ্ধারকর্মী পাঠানো হয়েছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। বিভিন্ন ফেডারেল সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বুধবার ভার্চুয়ালি এক অনুষ্ঠানে যোগ দিয়ে বাইডেন জানান, দুর্যোগ মোকাবিলায় ফেডারেল সরকারের সম্পদের কোন ঘাটতি নেই।
এছাড়া ফ্লোরিডায় জ্বালানি ও প্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখতে তার প্রশাসন ব্যবসায়ীদের ওপর চাপ অব্যাহত রেখেছে বলেও জানান তিনি।
বাইডেন বলেন, ‘পরিস্থিতি মোকাবিলায় স্টেইট ও স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে ফেডারেল সরকার যৌথভাবে কাজ করছে।’
এর পাশাপাশি হারিকেন মোকাবিলায় ফেডারেল সরকারের ভূমিকা নিয়ে সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বেপরোয়া অপপ্রচার চালাচ্ছেন বলে অভিযোগ তুলেন বাইডেন। তিনি বলেন, ‘ভুক্তভোগীদের সাহায্য না করে তাদের ক্ষতি করছেন ট্রাম্প।’ হোযাইট হাউয থেকে ভার্চুয়াল অনুষ্ঠানে যোগ দিয়ে প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ‘দুই সপ্তাহের মধ্যে দুটি ঐতিহাসিক হারিকেন আঘাত হানায় অনেক কমিউনিটি নিশ্বাস নেয়ারও সময় পায়নি।’
যারা হারিকেইনটি আছড়ে পড়ার আগে স্থানীয় নির্দেশনা মেনে নিরাপদ স্থানে সরে গেছেন তাদেরকে ধন্যবাদ জানান বাইডেন। পাশাপাশি দুর্যোগ কবলিত এলাকাগুলোর বাসিন্দাদের প্রতি সমবেদনাও জানান প্রেসিডেন্ট। বাইডেন জানান, হারিকেনটি মোকাবিলায় গত সপ্তাহেই তিনি প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন। 
বাইডেন বলেন, ‘ফ্লোরিডায় প্রয়োজনীয় অনুসন্ধান ও উদ্ধারকর্মী এবং খাদ্য, পানিসহ জরুরি সামগ্রী পাঠানো হয়েছে।’ প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির মাধ্যমে কেউ যেন ভোগান্তির শিকার না হন সে ব্যাপারে তার প্রশাসন সচেষ্ট রয়েছে বলে জানান বাইডেন। বাইডেন জানান, পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে তাদের সার্বক্ষণিক যোগাযোগ রয়েছে।
প্রেসিডেন্ট আরও জানান, যেকোনো প্রয়োজনে সরাসরি তার সঙ্গে কথা বলতে সংশ্লিষ্টদেরকে নিজের ব্যাক্তিগত ফোন নাম্বারও দিয়েছেন তিনি।
অনুষ্ঠানে ফেডারেল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট অ্যাডমিনিস্ট্রেশনের (ফিমা) অ্যাডমিনিস্ট্রেটর ডিয়েন ক্রিযওয়েলসহ বিভিন্ন সংস্থার শীর্ষ কর্মকতারা তাদের কর্মকাণ্ড সম্পর্কে প্রেসিডেন্ট বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসকে অবহিত করেন।