কলোরাডোর অরোরায় নির্বাচনী সমাবেশ

মার্কিন নাগরিক হত্যাকারী অভিবাসীদের মৃত্যুদণ্ড চান ট্রাম্প 

ডেস্ক রিপোর্ট
  ১৩ অক্টোবর ২০২৪, ১৩:৪৮

মার্কিন রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প অভিবাসীদের ‘বিপজ্জনক’ অপরাধী হিসেবে চিহ্নিত করে তাদের মৃত্যুদণ্ডের দাবি তুলেছেন। তিনি শুক্রবার (১১ অক্টোবর) রাতে যুক্তরাষ্ট্রের কলোরাডোর অরোরায় এক নির্বাচনী সমাবেশে এ কথা বলেন।
ট্রাম্প বলেন, “অভিবাসী যারা মার্কিন নাগরিক ও আইন প্রয়োগকারী সদস্যদের হত্যা করেছে, তাদের মৃত্যুদণ্ড হওয়া উচিত।” তিনি নির্বাচনের প্রচারণা সামনে রেখে অভিবাসনবিরোধী বক্তব্যকে আরও জোরদার করেছেন। সমাবেশে ট্রাম্প ভেনেজুয়েলার গ্যাং দলের সদস্যদের পোস্টারের সামনে দাঁড়িয়ে বলেন, নির্বাচিত হলে তিনি গ্যাং সদস্যদের লক্ষ্যবস্তু করে জাতীয় ‘অপারেশন অরোরা’ চালু করবেন।
ট্রাম্পের বক্তব্যে উল্লেখযোগ্য বিষয় হলো, তিনি নারী ও শিশুদের পাচার করে যৌনকর্মে বাধ্যকারী অপরাধীদের মৃত্যুদণ্ডের বিধান রাখার প্রস্তাবও দেন।
মার্কিন যুক্তরাষ্ট্রে প্রায় অর্ধেক রাজ্যে মৃত্যুদণ্ড নিষিদ্ধ। একটি অলাভজনক গোষ্ঠীর তথ্যানুযায়ী, ফেডারেল মৃত্যুদণ্ড কার্যকর হলেও এটি খুব কমই বাস্তবায়িত হয়।
এদিকে, ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী হিসেবে বর্তমান প্রেসিডেন্ট বাইডেনের সাথে এ নির্বাচনের অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যু হলো অভিবাসন, যা ট্রাম্প ‘অভিবাসী অপরাধ’ হিসেবে অভিহিত করেছেন। যদিও একাধিক গবেষণায় দেখা গেছে, অভিবাসীরা স্থানীয় আমেরিকানদের তুলনায় কম অপরাধ করে থাকেন। ট্রাম্প তৃতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং এ নির্বাচনের প্রচারণায় অভিবাসন একটি কেন্দ্রীয় ইস্যু হিসেবে প্রাধান্য পাচ্ছে।