ট্রাম্প ইউক্রেইন ও মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনতে পারবেন : লিন্ডসে গ্রাহাম

ডেস্ক রিপোর্ট
  ২৮ অক্টোবর ২০২৪, ১২:৫৩

সেনেটর লিন্ডসে গ্রাহাম বলেছেন, রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডনাল্ড ট্রাম্প ইউক্রেইনের যুদ্ধ শেষ করতে এবং মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনতে পারবেন।
এবিসি নিউযকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, দেশের গুরুত্বপূর্ণ সমস্যা সমাধানে শক্তিশালী নেতৃত্ব দিয়েছেন ট্রাম্প। এছাড়া ট্রাম্পের রানিং মেইট জেডি ভ্যান্স বলেছেন, ডনাল্ড ট্রাম্প প্রসঙ্গে জন কেলি ও লিয চেইনির করা মন্তব্য সঠিক নয়।
রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডনাল্ড ট্রাম্পের কাছ থেকে কোনো কিছু আশা করা যায় না এবং তার কোনো সুসংগত যুক্তি একত্রিত করার ক্ষমতা নেই বলে মনে করেন সাবেক ফার্স্ট লেইডি মিশেল ওবামা। তার এই বক্তব্য প্রসঙ্গে সেনেটর লিন্ডসে গ্রাহাম বলেন, ডনাল্ড ট্রাম্প গুরুত্বপূর্ণ সমস্যা সমাধানে নেতৃত্ব দিতে বেশি মনোযোগী। বাইডেন-হ্যারিস প্রশাসনের ভুল অর্থনীতি এবং উচ্চ মুদ্রাস্ফীতির কারণে দেশের মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে।
রবিবার এবিসি নিউযকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, মিশেল ওবামা একজন ভালো মানুষ এবং তিনি খুব স্পষ্টবাদী। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা প্রতিবার সমর্থনের ক্ষেত্রে ডেমোক্র্যাটিক মনোনীত প্রার্থীকে বেছে নেন। এর আগে ওবামা হিলারি ক্লিনটনকে সমর্থন জানিয়েছিলেন, তবে ট্রাম্প তাকে পরাজিত করেছেন।
ট্রাম্পকে নিয়ে সাম্প্রতিক সময়ে জন কেলির করা মন্তব্য প্রসঙ্গে গ্রাহাম বলেন, নির্বাচনের মাত্র তিন সপ্তাহ আগে কেলি ট্রাম্পকে হিটলারের সাথে তুলনা করে ফ্যাসিস্ট বলেছেন। কিন্তু তিনি ব্যক্তিগতভাবে কেলির মন্তব্য প্রত্যাখ্যান করেছেন বলে জানান গ্রাহাম।
এই সেনেটর বলেন, ট্রাম্পের শাসনামলে সীমান্ত সুরক্ষিত ছিল, মুদ্রাস্ফীতির হার কম ছিল এবং মরগেজ রেট ছিল তিন শতাংশের নিচে। এদিকে, সিএনএনকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্পের রানিং মেইট জেডি ভ্যান্স বলেন, জন কেলি এবং লিয চেইনি নিজেদের রক্ষণশীল বলে দাবি করেন। তারা চান অ্যামেরিকাকে আরো একটি যুদ্ধে জড়ানো হোক। এই অর্থে তারা রক্ষণশীল বলে জানান ভ্যান্স। তিনি মনে করেন, ডনাল্ড ট্রাম্প একজন শান্তিপ্রিয় মানুষ।
ডনাল্ড ট্রাম্প দেশের মানুষের বিরুদ্ধে সামরিক বাহিনীকে ব্যবহার করতে চাননি বলে দাবি করেন ভ্যান্স। দেশের অভ্যন্তরে বিশৃঙ্খলা সৃষ্টিকারী কট্টর বামপন্থীদের বিরুদ্ধে সামরিক বাহিনীকে ব্যবহার করতে চেয়েছেন তিনি।