ফ্যাসিবাদীরা এখনো বিভিন্নভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জাহিদুল ইসলাম।
তিনি বলেন, ছাত্র-জনতার বিপ্লব বিতর্কিত করতে ফ্যাসিবাদীরা কাজ করে যাচ্ছে। এ প্রজন্মকে বোকা ভাবা যাবে না। ইসলামী ছাত্র শিবিরকে আদর্শ দিয়ে মোকাবিলা না করে চেতনা দিয়ে মোকাবিলার চেষ্টা করা হয়েছে। আমাদের রক্তে শহীদের রক্ত বইছে। সে রক্ত বয়ে চলা প্রজন্মের সঙ্গে গাদ্দারি করার চেষ্টা করবেন না।
বুধবার (২৭ নভেম্বর) বায়তুল মোকাররম জাতীয় মসজিদ প্রাঙ্গণে ছাত্র শিবির ঢাকা মহানগর আয়োজিত জুলাই গণহত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
জাহিদুল ইসলাম বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর এই বায়তুল মোকাররমেই খুনি হাসিনা মানুষ হত্যা করে ফ্যাসিবাদের সূচনা করেছিল। সেই ধারা অব্যাহত রেখে বিডিআর হত্যাকাণ্ড, শাপলা চত্বরের হত্যাকাণ্ডের মাধ্যমে হাসিনা তার ফ্যাসিবাদ কায়েম রেখেছিল। একটি পরিবারের কাছে সারাদেশকে জিম্মি করে রাখা হয়েছিল। কিন্তু জুলাই অভ্যুত্থানে ছাত্র-জনতা রাজপথে নেমে বুকের তাজা রক্ত দিয়ে দেশ থেকে ফ্যাসিবাদ নির্মূল করেছে।
তিনি আরও বলেন, আমরা কেউ ফেরাউন-নমরুদ বা হিটলারকে দেখিনি। কিন্তু এই প্রজন্ম খুনি হাসিনাকে দেখেছি। জুলাইয়ের গণহত্যার পর হাসিনা ও তার দোসররা ন্যূনতম কোনো অনুশোচনা দেখায়নি বরং অহংকারী ও ঔদ্ধত্যপূর্ণ আচরণ দেখিয়ে যাচ্ছে। আমরা বলতে চাই, ছাত্র-জনতা বুকের রক্ত দিয়ে দেশ ফ্যাসিবাদমুক্ত করেছে, সে দেশ আর ফ্যাসিবাদ মেনে নেবে না।