দেশজুড়ে ইসকন নিষিদ্ধ ও আইনজীবী হত্যার বিচার দাবি

ডেস্ক রিপোর্ট
  ২৭ নভেম্বর ২০২৪, ২৩:০৬

সারাদেশে ইসকন নিষিদ্ধের দাবি ও চট্টগ্রাম বারের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যায় জড়িতদের বিচারের দাবিতে বিক্ষোভ ও সামাবেশ অনুষ্ঠিত হয়েছে। জাগো নিউজের জেলা ও বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের পাঠানো খবর-

সিলেট
দুপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্র শিবির। নগরীর রেজিস্ট্রারি মাঠ থেকে মিছিলটি শুরু হয়ে বন্দরবাজার, জিন্দাবাজার ও চৌহাট্টা হয়ে আম্বরখানা পয়েন্টে গিয়ে মিছিলটি শেষ হয়। মিছিলে শিবিরের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক আব্দুর রহিম, স্কুল কার্যক্রম সম্পাদক সিদ্দিক আহমদ, শাবিপ্রবি সভাপতি তারেক মনওয়ার, মহানগর সভাপতি শরীফ মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।

শরীয়তপুর
অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদ ও ইসকন নিষিদ্ধের দাবিতে সকালে বিক্ষোভ করেছে শরীয়তপুর জেলা আইনজীবী সমিতি। পরে সংক্ষিপ্ত সমাবেশে আলিফ হত্যার সঙ্গে জড়িতদের গ্রেফতারের দাবি জানান তারা।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
বিকেলে আলিফ হত্যার বিচারের দাবিতে মুখে লাল কাপড় বেঁধে মৌন মিছিল করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।

ইসলামী বিশ্ববিদ্যালয়
অ্যাডভোকেট আলিফ হত্যা ও জুলাই আন্দোলনে গণহত্যার বিচারের দাবিতে বিকেলে বিক্ষোভ করেছে ছাত্রশিবির। বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় থেকে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকের সামনে সমাবেশ করে।

লক্ষ্মীপুর
বিকেলে আলিফকে হত্যার বিচার ও ইসকনকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ। শহরের উত্তর তেমুহনী এলাকা থেকে মিছিলটি শুরু হয়। একই দাবিতে জেলা আইনজীবী সমিতি, শহর তৌহিদী জনতা ও পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা পৃথক বিক্ষোভ করেন।

কিশোরগঞ্জ
বিকেলে ইসকন নিষিদ্ধ ও অ্যাডভোকেট সাইফুলের হত্যার প্রতিবাদে বিক্ষোভ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। গুরুদয়াল সরকারি কলেজের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে শহীদী মসজিদের সামনে গিয়ে সম্প্রীতি সমাবেশে মিলিত হয়।

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিলে বিশ্ববিদ্যালয়ের আবাসিক, অনাবাসিক প্রায় দুইশ শিক্ষার্থী অংশ নেয়। মিছিলটি শেখ মুজিবুর রহমান হল থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক হয়ে পুনরায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে ফিরে আসে।