বিশ্বকাপের টিকিট নিয়ে ফিরছে বৃহস্পতিবার

চীনকে হারিয়ে পঞ্চম বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
  ০৪ ডিসেম্বর ২০২৪, ২২:১০

হকির যে কোনো পর্যায়ের বিশ্বকাপে প্রথম দেখা যাবে বাংলাদেশকে। ওমানের মাসকাটে চলমান জুনিয়র এশিয়া কাপে এ যোগ্যতা অর্জন করা বাংলাদেশের যুবারা দেশে ফিরছে ১০ দেশের মধ্যে পঞ্চম হয়ে। মঙ্গলবার থাইল্যান্ডকে উড়িয়ে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করা বাংলাদেশ বুধবার স্থান নির্ধারণী ম্যাচে চীনকে ৬-৩ গোলে হারিয়ে পাঁচে থেকে টুর্নামেন্ট শেষ করেছে।
বাংলাদেশের হকির জন্য এটা ঐতিহাসিক ঘটনা। ইতিহাসের পাতায় নাম লেখানো দলটি বৃহস্পতিবার ঘরে ফিরছে। বিশ্বকাপের টিকিট নিয়ে যুব দল দেশের ফেরার পরই তাদের সংবর্ধনা দেবেন বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি বিমানবাহিনীর প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।
হকি দল ওমান থেকে ঢাকায় ফিরবে সকাল সোয়া ১০ টার দিকে। ফেডারেশনের সভাপতি দলকে সংবর্ধনা দেবেন বাংলাদেশ বিমানবাহিনীর ফ্যালকন হলে দুপুর ১টায়।
বুধবার স্থান নির্ধারণী ম্যাচে চীনের বিপক্ষে দুর্দান্ত হয়ে হ্যাটট্রিক করেছেন আমিরুল ইসলাম ও মোহাম্মদ হাসান। জুনিয়র এশিয়া কাপে বাংলাদেশ গ্রুপ পর্বে চীনের বিপক্ষে নাটকীয়ভাবে ড্র করেছিল। ড্র করেছিল মালয়েশিয়ার বিপক্ষেও। বাংলাদেশ ৩-১ গোলে ওমানকে হারিয়েছিল এবং পাকিস্তানের কাছে হেরেছিল ৬-০ গোলে।
স্থান নির্ধারণী ম্যাচে থাইল্যান্ডকে ৭-২ গোলে হারিয়ে বিশ্বকাপে খেলা নিশ্চিত করে বাংলাদেশ। শেষ ম্যাচে চীনকে হারিয়ে হয়েছে পঞ্চম। আগামী বছরে ডিসেম্বরে ভারতে অনুষ্ঠিত হবে ২৪ দলের যুব বিশ্বকাপ।