কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মানববন্ধনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল

১৮ মার্চ সব মহানগরে প্রতিবাদ কর্মসূচি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
  ১১ মার্চ ২০২৩, ১৩:৩৪

সরকারবিরোধী চলমান যুগপৎ আন্দোলনের কর্মসূচি হিসেবে আগামী ১৮ মার্চ সারাদেশের সব মহানগরে প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
দুপুরে নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন।
মির্জা ফখরুল বলেন, ক্ষমতায় টিকে থাকতে সরকার দেশের সব গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে। দুর্নীতির কারণেই দ্রব্যমুল্যের ঊর্ধ্বগতি।
আন্দোলনের মাধ্যমে সরকার পতন ঘটানোর বিকল্প কোনো পথ নেই উল্লেখ করে তিনি বলেন, এ সরকারের অধীনে বিএনপি কোনো ভাবেই আগামী জাতীয় নির্বাচনে যাবে না বিএনপি।
ঢাকা মহানগর দক্ষিণের আয়োজনে মানববন্ধনে সভাপতিত্ব করেন এ শাখার আহ্বায়ক আব্দুস সালাম। সদস্য সচিব রফিকুল আলম মজনুর সঞ্চালনায় অন্যদের মধ্যে স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, ছাত্র বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম বকুল প্রমুখ বক্তৃতা দেন।