উইন্ডিজে ওডিআই সিরিজ জয়কে বড় করে দেখছেন না তামিম

স্পোর্টস ডেস্ক
  ১৯ জুলাই ২০২২, ১৫:০৮

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাদেরই মাটিতে ওয়ানডেতে ৩-০ ব্যবধানে সিরিজ জয়ট বাংলাদেশের জন্য বিশেষ কিছুই বলতে হবে। তবে এই ফরম্যাটের অধিনায়ক তামিম ইকবাল তার সতীর্থদের বলেছেন, খুব বেশি রোমাঞ্চিত না হতে। কেননা এই সিরিজে স্পিনাররা প্রচুর সাহায্য পেয়েছে।
তামিম বলেন, ‘সিরিজ জয়টা সবসময়ই বিশেষ কিছু। দক্ষিণ আফ্রিকায় আমাদের জয়টা ছিল অনেক বড় ব্যাপার। আমি আমার সতীর্থদের বলেছি যদিও ওয়েস্ট ইন্ডিজে আমরা অসাধারণ কিছু করে দেখিয়েছি। তবে আমাদের এই সিরিজ জয়টা মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে।’
ক্রিকইনফোকে টাইগার ওয়ানডে দলনেতা বলেন, ‘এটা এমন একটা কন্ডিশনে খেলা হয়েছে, যেখানে স্পিনাররা প্রচুর সহায়তা পেয়েছে। আমরা যখন বিদেশ ভ্রমণে যাই অথবা কখনো ঘরের মাঠে, সবসময় এমনটি হবে না। আমাদের সামনে আরও কঠিন পথ পাড়ি দিতে হবে।’
উইন্ডিজের এবারের সফরে ওডিআই সিরিজটা সত্যি অর্থেই ভালো কিছু ছিল। কেননা সফরের শুরুতে টেস্ট ও টি-টোয়েন্টিতে বাজেভাবে হেরেছিল সফরকারীরা। আর তামিমের অধীনে বাংলাদেশ টানা ৫টি ওয়ানডে সিরিজ জিতল। বিশ্বকাপ সুপার লিগে যা ছয়টি। এই জয়গুলোর মধ্যে উইন্ডিজের আগে ছিল দক্ষিণ আফ্রিকার মাটিতে কঠিন কন্ডিশনে।