
রাজধানী ঢাকা শহরে আত্মগোপনে থেকেও রেহাই পেলেন না দোহারের মুকসুদপুর ইউপি চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ইউনিয়ন কমিটির সভাপতি এম এ হান্নান। গতকাল শনিবার (১৩ ডিসেম্বর) রাতে রাজধানীর কাঁটাবন এলাকা থেকে তাকে আটক করা হয়।
জানা গেছে, শনিবার রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর কাঁটাবন এলাকায় ঘোরাফেরা করার সময় একদল তরুণ তাকে আটক করে। পরে পরিচয় পেয়ে তাকে পিটুনি দেয় তারা।
এরপর তারা নিউমার্কেট থানায় হস্তানান্তর করে হান্নানকে।
এ ব্যাপারে নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আইয়ুব বলেন, ‘হান্নানকে জনতা আটক করে পুলিশে দিয়েছে। তিনি নিজ এলাকায় বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনে হামলার ঘটনায় হওয়া মামলায় সন্দেহভাজন আসামি। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, দোহার থানার ওসি আবু বকর সিদ্দিক বলেন, ‘এম এ হান্নানের বিরুদ্ধে দোহার থানায় বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা রয়েছে। খুব দ্রুত তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হবে।’
এম এ হান্নানের নিজ এলাকার বাসিন্দারা জানান, এম এ হান্নান সাবেক ভূমি নিবন্ধন মহাপরিচালক (আইজিআর) খান আব্দুল মান্নানের ছোট ভাই। এ ছাড়া মান্নান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত।
ভাইয়ের প্রভাবেই ২০২২ সালে বিনা ভোটে ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন হান্নান। এরপর ক্ষমতার প্রভাব খাটিয়ে এলাকায় বিপুল সম্পদের মালিক হন তিনি। ৫ আগস্ট আওয়ামী লীগের পতনের পর থেকেই তিনি পলাতক ছিলেন।