জাতীয় পার্টির তৃণমূলের নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করবেন দলটির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ। রবিবার (২৮ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় রওশন এরশাদের গুলশানের বাসভবনে এই সভা
ডাকা হয়েছে। বিষয়টি শনিবার সন্ধ্যায় নিশ্চিত করেছেন বিরোধী
দলীয় নেতার রাজনৈতিক সচিব গোলাম মসীহ। রওশন এরশাদ এমন এক সময় সভা ডাকলেন যখন নির্বাচনে ভরাডুবির জন্য নেতা-কর্মীদের একটি অংশ জাপার চেয়ারম্যান জিএম কাদের ও মহাসচিব মুজিবুল হক চুন্নুর বিরুদ্ধে নানা অভিযোগ তুলছেন। জাপার সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানের দিন থেকে চেয়ারম্যান-মহাসচিবের বিরুদ্ধে অভিযোগ তোলে
আন্দোলন করছেন তারা। সবশেষ বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) এই দুই নেতার বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে দলটির ঢাকা
মহানগর উত্তরের ১০টি থানার ৬৭১ নেতাকর্মী পদত্যাগ করেছেন। এরপর থেকে পদত্যাগকারী ও দল থেকে বহিষ্কৃত নেতারা রওশন এরশাদের নেতৃত্বে
একজোট হওয়ার গুঞ্জন শুরু হয়। জানতে চাইলে রওশন এরশাদের মুখপাত্র কাজী মামুনুর রশীদ বলেন, ২৯ জানুয়ারি বিরোধী দলীয় নেতা হিসেবে
রওশন এরশাদের মেয়াদ শেষ হচ্ছে। পাশাপাশি বর্তমানে সজাপায় যে অস্থিরতা চলছে সে বিষয়েও ম্যাডাম নেতাকর্মীদের সঙ্গে কথা বলবেন এবং পরিস্থিতি বুঝার চেষ্টা করবেন। জাপা থেকে যেসব নেতাকর্মী পদত্যাগ করেছেন কিংবা বহিষ্কার হয়েছেন তারা ম্যাডামের সঙ্গে দেখা করে পদক্ষেপ নিতে বারবার অনুরোধ জানাচ্ছিলেন, তাই এ সভা ডাকা হয়েছে।