পেনসিলভেনিয়া রাজ্যের ডেলাওয়্যার কাউন্টির ক্রাম লিনে আই- ৪৭৬ সড়কের সাউথ থেকে ইন্টারস্টেট আই- ৯৫ র্যাম্পের মুখে সড়ক দুর্ঘটনায় একজন বাংলাদেশী মোটরসাইকেল চালক নিহত হয়েছেন৷ ১২ জানুয়ারি শুক্রবার সকাল ১০টায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। একটি টয়োটা ক্যামেরির চালক মোটরসাইকেলকে ধাক্কা মারলে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। মোটরসাইকেলের চালক ছিলেন বাংলাদেশী ফিরোজ আলম জাহাঙ্গীর( ৫৫)। বছর দেড়েক আগে আমেরিকায় এসে আস্যালাইম কেস মাধ্যমে ওর্য়াক পারমিট পাওয়ার পর উবার ইটসে তিনি কাজ করছিলেন।
দুর্ঘটনার শিকার ফিরোজ আলম জাহাঙ্গীরের দেশের বাড়ি নোয়াখালীর কোম্পানীগঞ্জের চর পার্বতি এলাকায়। দেশে তার দুই মেয়ে, এক ছেলে এবং স্ত্রী রয়েছেন। স্বজনরা জানিয়েছেন যে, দেশে থাকা পরিবারের সাথে কথা বলে সিদ্বান্ত নেওয়া হবে মরহুমের লাশ দেশে পাঠানো হবে কি না।