নিউইয়র্ক সিটি পুলিশ বিভাগে বেসামরিক কাজের সুযোগ

ডেস্ক রিপোর্ট
  ১৫ জানুয়ারি ২০২৪, ১৬:১০

নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট (NYPD) মার্কিন যুক্তরাষ্ট্রের বৃহত্তম এবং প্রাচীনতম মিউনিসিপ্যাল ​​পুলিশ বিভাগগুলির মধ্যে একটি, যেখানে প্রায় ৩৬ হাজার অফিসার এবং ১৯ হাজার বেসামরিক কর্মচারী রয়েছে। NYPD-১৮৪৫ সালে প্রতিষ্ঠিত হয়েছিল, এবং আজকের দিন পর্যন্ত আমরা দেখতে পাই যে, জননিরাপত্তা, আইন প্রয়োগকারী, ট্রাফিক ব্যবস্থাপনা, সন্ত্রাস দমন এবং জরুরি প্রতিক্রিয়ার ভূমিকা পালন করে NYPD ৮.৫-মিলিয়ন ব্যক্তির শহরটিকে নিরাপদ রাখার জন্য দায়িত্ব পালন করছে। 
শহরের নিরাপত্তায় NYPD আরো বেশি বেসামরিক কর্মী নিয়োগ করছে, যেখানে ইতোমধ্যে বাঙালিরা নিযুক্ত হয়েছে। 
আরো কিছু পদে আজ কর্মী নিয়োগ করা হচ্ছে। যেমন- স্কুল ক্রসিং গার্ড, ট্রাফিক এনফোর্সমেন্ট এজেন্ট, পুলিশ কমিউনিকেশনস টেকনিশিয়ান এবং স্কুল সেফটি এজেন্ট। আমরা যে কেউ যোগ্যতার আওতায় এ সুযোগটি কাজে লাগাতে পারি।
স্কুল ক্রসিং গার্ড- এটি NYPD পজিশনে একটি পার্টটাইম চাকরি। এই চাকরিতে, স্কুলের ছেলেমেয়েরা স্কুলে আসা-যাওয়ার পথে ব্যস্ত মোড়ে আপনাকে সকালে, দুপুরের খাবারের সময় এবং স্কুলের ছুটির সময় চারপাশে ট্রাফিক প্রবাহ তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণ করতে হবে। এই চাকরিতে ঘন্টাপ্রতি $১৫.৪৫। এর জন্য আপনার যোগ্যতা ও প্রয়োজনীয়তা হল-অ্যাপয়েন্টমেন্টের ৯০ দিনের মধ্যে আপনাকে নিউইয়র্ক সিটির বাসিন্দা হতে হবে। এই চাকরির জন্য আপনার কোনও আনুষ্ঠানিক শিক্ষা বা অভিজ্ঞতার প্রয়োজনীয়তা নেই। তবে আপনাকে অবশ্যই ভালো ইংরেজি বলতে ও বুঝতে হবে। এই পদের জন্য কোন সিভিল সার্ভিস পরীক্ষার প্রয়োজন নেই। স্কুল ক্রসিং গার্ড চাকরিতে আপনি নিজ এলাকায় কাজ করতে পারবেন।  
http://www.NYPDRECRUIT.com -সাইটে গিয়ে আপনাকে আবেদন করতে হবে। আপনার স্থানীয় এলাকা বাছাই করতে নিম্নলিখিত ওয়েবপৃষ্ঠায় যেতে হবে-
স্কুল ক্রসিং গার্ড চাকরিতে নাগরিক সুবিধাগুলো হল-বেতন সহ ৩ সপ্তাহের ছুটি পাবেন, অসুস্থতায় ছুটি ভাতা সহ ছুটির দিনে বেতন পাবেন, পেনশনের ব্যবস্থা আছে, চিকিৎসায় প্রদত্ত স্বাস্থ্য পরিকল্পনা আছে, প্রমোশনের সুযোগ আছে, বেতন বাড়ার সম্ভাবনা আছে, এখানে সপ্তাহে ৩৫ ঘন্টা কাজ। 
সিভিল সার্ভিস নিয়োগের জন্য আপনাকে একটি লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং চাকরির জন্য প্রয়োজনীয় শিক্ষা বা প্রশিক্ষণ এবং অভিজ্ঞতা থাকতে হবে। সিভিল সার্ভিস পরীক্ষার তথ্য ও আবেদন ফর্ম http://www.nyc.gov/oasys -এখানে পাওয়া যাবে। 
ডিপার্টমেন্ট অফ সিটিওয়াইড অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসেস (DCAS) এর কম্পিউটার ভিত্তিক পরীক্ষা এবং আবেদন কেন্দ্রেগুলের লোকেশন হচ্ছে-
ট্রাফিক এনফোর্সমেন্ট এজেন্ট চাকরিটি বাৎসরিক $৪১,৪৯৩ দিয়ে শুরু। ট্রাফিক এনফোর্সমেন্ট এজেন্টরা বিভিন্ন ট্রাফিক এনফোর্সমেন্ট এলাকায় কাজ করে। তবে প্রয়োজনে তারা আদালতে সাক্ষ্য দেয়, প্রয়োজনীয় প্রতিবেদন তৈরি করে এবং যানবাহন চালায়। এই চাকরিতে বেশ কয়েকটি অ্যাসাইনমেন্ট স্তরে প্রমোশনের সুযোগ রয়েছে। এই চাকরির যোগ্যতা ও প্রয়োজনীয়তা হল-অ্যাপয়েন্টমেন্টের ৯০ দিনের মধ্যে আপনাকে নিউইয়র্ক সিটির বাসিন্দা হতে হবে। আপনাকে অ্যাপয়েন্টমেন্টের আগে কিছু শারীরিক ও মানসিক পরীক্ষা যেমন-ড্রাগ/অ্যালকোহল স্ক্রীনিং এবং মনস্তাত্ত্বিক বিষয় মূল্যায়ন করতে হবে। চার বছরের হাই স্কুল ডিপ্লোমা থাকতে হবে বা তার সমতুল্য যোগ্য পেপার বা জিইডি। আপনার  বৈধ নিউইয়র্ক স্টেট ড্রাইভার লাইসেন্স থাকতে হবে। নিয়োগের সময় আপনার বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে। প্রমোশনের পরীক্ষা ছাড়া, উচ্চ পদে প্রবেশ করতে আপনার পূর্বের প্রশিক্ষণ, শিক্ষা এবং অভিজ্ঞতার পাশাপাশি পদের জন্য চাকরির প্রয়োজনীয়তার উপর নির্ভর করবে। 
পুলিশ কমিউনিকেশনস টেকনিশিয়ান-এই চাকরির প্রারম্ভিক বেতন $৩৯,৩২৯। তবে স্প্যানিশ ভাষাভাষী এবং রাইটিং অপারেটরদের জন্য অতিরিক্ত বেতন রয়েছে। এই চাকরিতে থাকাদের ডিপার্টমেন্টের কমিউনিকেশন সেকশনে 911-ইমারজেন্সি অপারেটর হিসেবে নিয়োগ করা হয়েছে। তারা পুলিশ সংস্থার রেডিও ডিপার্চার হিসাবে কাজ করেন এবং জরুরি পরিষেবার বিধান সম্পর্কিত অন্যান্য সমস্ত প্রয়োজনীয় এবং প্রশাসনিক দায়িত্ব পালন করেন। পুলিশ কমিউনিকেশন টেকনিশিয়ানদের সন্ধ্যা বা রাত এবং প্রয়োজনে শনিবার, রবিবার এবং ছুটি সহ শিফটে কাজ করতে হয়। প্রতি শিফট বেতনের পাশাপাশি রাতের শিফটের বেতন রয়েছে।
এই চাকরিতে যোগ্যতা ও প্রয়োজনীয়তার ক্ষেত্রে আপনাকে  অবশ্যই অ্যাপয়েন্টমেন্টের আগে নির্দিষ্ট কিছু মেডিকেল প্রয়োজনীয়তা পাস করতে হবে। যার মধ্যে ড্রাগ/অ্যালকোহল স্ক্রীনিং এবং মনস্তাত্ত্বিক মূল্যায়ন রয়েছে। চার বছরের হাই স্কুল ডিপ্লোমা বা তার সমতুল্য সনদ থাকতে হবে। এক বছরের বেতন সহ ক্লারিক্যাল দায়িত্ব পালনের অভিজ্ঞতা অথবা জনসাধারণের সাথে যোগাযোগ এবং তথ্য প্রাপ্তির সাথে জড়িত এমন কাজের অভিজ্ঞতা থাকতে হবে, অথবা মোট ৩০টি কলেজ ক্রেডিট থাকতে হবে অথবা সম্মানজনক ডিসচার্জের সাথে ২ বছরের সক্রিয় মিলিটারি ডিউটির অভিজ্ঞতা থাকতে হবে। নিয়োগের সময় আপনার বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে।
স্কুল সেফটি এজেন্ট-পদে প্রারম্ভিক বেতন $৩৪,৮৩৮
স্কুল সেফটি এজেন্টরা নিউইয়র্ক সিটি পাবলিক স্কুল ভবন এবং আশেপাশের প্রাঙ্গনে শিক্ষার্থী, শিক্ষক এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করে। তারা স্ক্যানিং সরঞ্জাম পরিচালনা সহ পরিচয় যাচাই করে নিরাপত্তা নিশ্চিত করে যে ভিজিটররা  স্কুল বিল্ডিংয়ে প্রবেশ করতে পারবে কিনা। তারা নিশ্চিত করে অননুমোদিত কর্মী বা ব্যক্তি যেন স্কুল প্রাঙ্গনে প্রবেশ করতে না পারে। এই চাকরিতে যোগ্যতা ও প্রয়োজনীয়তায় রয়েছে, চার বছরের হাই স্কুল ডিপ্লোমা বা তার শিক্ষাগত সমতুল্য সনদ। প্রার্থীদেরকে অ্যাপয়েন্টমেন্টের আগে কিছু শারীরিক এবং চিকিৎসার প্রয়োজনীয়তা পূরণ করতে হবে, যার মধ্যে রয়েছে ড্রাগ/অ্যালকোহল স্ক্রীনিং এবং মনস্তাত্ত্বিক মূল্যায়ন। প্রার্থীদের নিয়োগের পরে বিশেষ প্যাট্রোলম্যানের স্টেটাস  পাওয়ার যোগ্য হতে হবে এবং নিয়োগের তিন মাসের মধ্যে বিশেষ প্যাট্রোলম্যান হিসাবে প্রত্যয়িত হতে হবে। এই চাকরিতে কর্মসংস্থানের সময়কালের জন্য এই শংসাপত্রটি অবশ্যই বজায় রাখতে হবে। নিয়োগের সময় প্রার্থীর বয়স কমপক্ষে ২১ বছর হতে হবে। অ্যাপয়েন্টমেন্টের ৯০ দিনের মধ্যে প্রার্থীকে নিউইয়র্ক সিটির রেসিডেন্ড হতে হবে। প্রার্থীকে অবশ্যই, মার্কিন নাগরিক হতে হবে এবং নিউইয়র্ক সিটিতে বসবাস করতে হবে। 
এই পদে NYPD-তে চাকরির জন্য অতিরিক্ত প্রয়োজনীয়তা রয়েছে, যেমন-প্রার্থীকে অ্যাপয়েন্টমেন্টের আগে একটি চারিত্রিক ব্যাকগ্রাউন্ট তদন্তে উত্তীর্ণ হতে হবে। প্রার্থীকে নির্দিষ্ট পদের জন্য ড্রাগ স্ক্রিনিং পাস করতে হবে। প্রার্থীকে তদন্ত প্রক্রিয়ার আঙুলের ছাপ দেওয়ার জন্য $৭৫ ফি দিতে হবে।