নিউইয়র্কে বসবাসরত গাজী গোলাম সরোয়ার আর নেই

ডেস্ক রিপোর্ট
  ১৬ জানুয়ারি ২০২৪, ১৫:৪৮

নিউইয়র্কে বসবাসরত বাংলাদেশের যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা গাজী গোলাম সরোয়ার ইন্তেকাল করেছেন। ( ইন্না লিল্লাহি ওইন্নাইলাহি রাজিউন)। ১৫ জানুয়ারি সোমবার জামাইকার কুইন্স হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল ৭৫ বছর। গাজী গোলাম সরোয়ার দুরারোগ্য ব্যাধিতে ভোগছিলেন। 
১৬ জানুয়রি মঙ্গলবার জ্যামাইকা মুসলিম সেন্টারে আসরের নামাজের পর মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে বলে পারিবারিকভাবে জানানো হয়েছে। জানাজায় শরিক হওয়ার জন্য এবং মরহুমের রুহের মাগফিরত কামনা করার জন্য স্বজনদের পক্ষ থেকে অনুরোধ জানাণ হয়েছে। জানাজার পর মরহুমের মরদেহ দেশে পাঠানো হবে বলে জানা গেছে। পটুয়াখালীর সন্তান মরহুম গাজী গোলাম সরোয়ার নিউইয়র্কের জামাইকায় বসবাস করছিলেন।
মুক্তিযোদ্ধা সংসদ যুক্তরাষ্ট্র কমান্ডের কমান্ডার আব্দুল মুকিত চৌধুরী, ডেপুটি কমান্ডার মাসুদ ভুঁইয়া, ডেপুটি কমান্ডার মীর আব্দুল কাদেরসহ বিভিন্ন ব্যক্তি গাজী গোলাম সরোয়ারের মৃত্যুতে শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।