
নিউইয়র্কে প্রায় ১৫ বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা পরিচালনা করে আসছে জমজম ড্রাগ ফার্মেসি। ওষুধ বিক্রির পাশাপাশি প্রতিষ্ঠানটি এখন ব্রঙ্কস অঞ্চলে একটি নির্ভরযোগ্য বহুমুখী সেবা কেন্দ্র হিসেবে পরিচিতি পেয়েছে।
ফার্মেসিটিতে সব ধরনের ইনস্যুরেন্স গ্রহণ করা হয়, ফলে গ্রাহকরা এখান থেকে সহজেই প্রয়োজনীয় ওষুধপত্র নিতে পারেন। ওষুধের পাশাপাশি এখানে সুপার শপের মতো নিত্যপ্রয়োজনীয় দ্রব্যও পাওয়া যায়। প্রতিষ্ঠানটি মানি ট্রান্সফার ও মোবাইল টপআপ সেবাও দিয়ে থাকে। ব্রঙ্কস বরোতে প্রতিদিন নিয়মিত ডেলিভারির ব্যবস্থা রয়েছে, যা গ্রাহকদের সময় বাঁচায় ও সুবিধা বাড়ায়।
গ্রাহকদের স্বাস্থ্য সুরক্ষায় জমজম ফার্মেসিতে ইন্সট্যান্ট ফ্লু ভ্যাকসিন প্রদানের ব্যবস্থা রয়েছে। এছাড়া প্রতিষ্ঠানের নিজস্ব ফার্মাসিস্টরা যে কোনো স্বাস্থ্যসংক্রান্ত পরামর্শ দিয়ে থাকেন। সাশ্রয়ী মূল্যে অন্যান্য সেবাও প্রদান করছে জমজম ড্রাগ ফার্মেসি ইনক—মাত্র ১ ডলারে ফ্যাক্স, ১ ডলারে প্রিন্ট ও মাত্র ৩ ডলারে স্ট্যাম্প নোটারি করা হয়।
বহুমুখী সেবা ও গ্রাহকবান্ধব আচরণের কারণে নিউইয়র্কের প্রবাসী বাংলাদেশিসহ বিভিন্ন কমিউনিটির মানুষের আস্থার প্রতীক হয়ে উঠেছে জমজম ড্রাগ ফার্মেসি।