
নিউইয়র্কের বাংলাদেশি ক্রিকেটে আবারও আলোড়ন তুলেছেন প্রতিভাবান বোলার তৌহিদ সিফাত । বাংলাদেশ সোসাইটি প্রেজেন্টস BCANA টি-টুয়েন্টি ২০২৫ টুর্নামেন্টে দারুণ বোলিং পারফরম্যান্সের জন্য তিনি নির্বাচিত হয়েছেন টুর্নামেন্টের 'সেরা বোলার' হিসেবে।
অরবিট ক্রিকেট ক্লাবের হয়ে খেলতে নেমে পুরো আসর জুড়ে ধারাবাহিক বোলিংয়ে প্রতিপক্ষ ব্যাটসম্যানদের বিপাকে ফেলেন সিফাত। তার নিখুঁত লাইন-লেন্থ, স্পিন ও ভ্যারিয়েশনে গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়ে দলকে একাধিক ম্যাচে জয়ের পথে এগিয়ে দেন তিনি। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে ট্রফি ও চেক তুলে দেন বাংলাদেশ সোসাইটি ইন্কের কর্মকর্তারা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন BCANA ও বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা।
উল্লেখ্য, এর আগে চলতি বছরের শুরুতে তৌহিদ সিফাত নিউইয়র্ক বাংলাদেশি ক্রিকেট লীগ (NYBCL) টি-টুয়েন্টি ২০২৫ টুর্নামেন্টেও সেরা বোলার নির্বাচিত হন। দেশের ঘরোয়া ক্রিকেটে দীর্ঘদিন খেলার পর সিফাত এখন যুক্তরাষ্ট্রে বাংলাদেশি ক্রিকেটের অন্যতম মুখ হয়ে উঠেছেন। তার লক্ষ্য, বাংলাদেশ ও প্রবাস-উভয় জায়গায় দেশের নাম আরও উজ্জ্বল করা।