
৪ নভেম্বরের সাধারণ নির্বাচনে নিউইয়র্ক সুপ্রিম কোর্টের বিচারক পদে লড়ছেন কুইন্স ডিস্ট্রিক্টের সিভিল কোর্টের জজ অ্যাটর্নি সোমা সায়ীদ। এই পদে মোট পাঁচজনকে নির্বাচিত করতে হবে। এর মধ্যে সোমা সায়ীদের নাম রয়েছে ৫ নম্বরে। সোমা নির্বাচিত হলে প্রথম কোনো বাংলাদেশি বংশোদ্ভূত এই পদে বিজয়ী হওয়ার ইতিহাস তৈরি হবে।
সোমা সায়ীদ জয়ী হতে যাচ্ছেনÑএটা প্রায় নিশ্চিতই বলা যায়। সেই হিসেবে অনেকটা নিশ্চিন্ত মনে থাকলেও শেষ মুহূর্তে প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন তিনি। ভোট চাইছেন সবার কাছে। বিপুল ভোটে জয়ী হবেন বলে তিনি আশাবাদী।
সোমা সায়ীদ এই নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির অনেক খ্যাতনামা নেতার সমর্থন পেয়েছেন। বাংলাদেশি কমিউনিটি এবং কমিউনিটির বিভিন্ন অঙ্গসংগঠনও তাকে সমর্থন দিয়েছে। কুইন্সের বিভিন্ন ডেমোক্র্যাটিক ক্লাব তাকে সমর্থন দিয়েছেন। এ ছাড়া নিউইয়র্ক বার অ্যাসোসিয়েশনও তাকে সমর্থন দিয়েছে।
অ্যাটর্নি সোমা সায়ীদের প্রচারণায় রয়েছেন সাবেক কংগ্রেসম্যান প্রার্থী মিজানুর রহমান চৌধুরী। তিনি বলেন, সোমা সায়ীদ এখনো প্রচারণা চালাচ্ছেন। বিভিন্ন ডেমোক্র্যাটিক ক্লাবের অনুষ্ঠানে যোগ দিচ্ছেন। এর মধ্যে সাউথ জ্যামাইকা ডেমোক্র্যাটিক ক্লাব, গাই আর বুলেভার্ড ডেমোক্র্যাটিক ক্লাব, জেএফকে ডেমোক্র্যাটিক ক্লাব, জেফারসন ডেমোক্র্যাটিক ক্লাব, সেন্ট আলবান্স ডেমোক্র্যাটিক ক্লাব, এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি, কমিউনিটি ইউনাইটেড ডেমোক্র্যাটিক ক্লাবসহ বিভিন্ন ক্লাবে যোগ দেন তিনি। এ ছাড়া একাধিক ক্লাবের সঙ্গে তিনি তাদের খাদ্য বিতরণ অনুষ্ঠানে যোগ দিয়েছেন। সাউথ ওজনপার্কে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছেন। সেখানে কাউন্সিলম্যান লিন সোলম্যানের সঙ্গে যৌথ প্রচারণায় অংশ নিয়েছেন। জ্যামাইকা মুসলিম সেন্টারে গিয়েছেন গত সপ্তাহে। সেখানে তাদের কাছে ভোট চেয়েছেন। ইন্দোনেশিয়ার কমিউনিটি মসজিদ, গাইনিজ কমিউনিটির মসজিদ, হাজী ক্যাম্প মসজিদসহ বিভিন্ন মসজিদে তিনি প্রচারণা চালিয়েছেন।
কুইন্স ডেমোক্র্যাটিক ক্লাব তাকে সমর্থন দেওয়ায় একটি বড় কমিউনিটিকে তিনি তার পাশে পেয়েছেন। সেই সঙ্গে নিউইয়র্ক বার অ্যাসোসিয়েশন তাকে অ্যাপ্রুভাল দেওয়ায় আরেকটি বড় কমিউনিটি পেয়েছেন।
উল্লেখ্য, কুইন্স ডিস্ট্রিক্টের নিউইয়র্ক সিটি সিভিল কোর্টের জজ অ্যাটর্নি সোমা এস. সায়ীদ নিউইয়র্ক স্টেটের সুপ্রিম কোর্টের বিচারক পদে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী হিসেবে অংশ নিচ্ছেন। তিনি বর্তমানে কুইন্স ডিস্ট্রিক্টের নিউইয়র্ক সিটি সিভিল কোর্টের জজ হিসেবে কাজ করছেন। এর আগে তিনি ২০২১ সালে কুইন্স ডিস্ট্রিক্টের সিভিল কোর্টের জজ নির্বাচিত হন। তিনি ২০২২-২০২৩ সালে ম্যানহাটনের নিউইয়র্ক কাউন্টি ক্রিমিনাল কোর্টের বিচারকের দায়িত্ব পালন করেন। এরপর ২০২৪ সালের জানুয়ারি মাসে তাকে কুইন্স কাউন্টির সিভিল কোর্টের জজের দায়িত্ব দেওয়া হয়।
সোমা সায়ীদ একজন বিশেষজ্ঞ আইনজীবী। তিনি কুইন্স কাউন্টির জজ নির্বাচিত হওয়ার আগে বিশেষজ্ঞ প্রসিকিউটর এবং প্রাইভেট প্র্যাকটিশনার ভাস্ট কমিউনিটি ও প্রোবনো বিশেষজ্ঞ। সোমা সায়ীদ আলবেনি ল’ স্কুল থেকে আইন বিষয়ে জুরিস ডক্টরেট ডিগ্রি লাভ করেন। এর আগে তিনি নিউইয়র্ক সিটি ইউনিভার্সিটির সিটি কলেজ থেকে ব্যাচেলর ডিগ্রি অর্জন করেন। তিনি নিউইয়র্ক সিটির পাবলিক স্কুলে ছোটবেলার শিক্ষাজীবন কাটিয়েছেন। হাইস্কুলও ছিল সিটির পাবলিক স্কুল। ছোটবেলায় বাংলাদেশ থেকে এ দেশে পাড়ি জমান। বিয়ের পর তার স্বামী মিজান চৌধুরীর ব্যাপক উৎসাহ-উদ্দীপনা পেয়েছেন। সোমা সায়ীদ নিজের চেষ্টায় ও তার পরিবারের সবার উৎসাহ ও সহযোগিতায় এই পর্যায়ে এসেছেন।