রাষ্ট্রীয় সম্মানে সমাহিত বীর মুক্তিযোদ্ধা জন ডি’কস্তা

ডেস্ক রিপোর্ট
  ০২ নভেম্বর ২০২৫, ১৩:৫০


যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের সিলভার স্প্রিং এলাকায় রাষ্ট্রীয় সম্মানের মধ্য দিয়ে চিরনিদ্রায় শায়িত হয়েছেন বীর মুক্তিযোদ্ধা জন ডি’কস্তা।
সোমবার (২০ অক্টোবর) ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাসের পলিটিক্যাল কাউন্সেলর প্রবাস লামারংয়ের উপস্থিতিতে এবং প্রবাসী দুই বীর মুক্তিযোদ্ধা কিরণ প্যাট্রিক রোজারিও ও কমল রোজারিওর অংশগ্রহণে মেরিল্যান্ডের সেন্ট ক্যামিলাস চার্চে অনুষ্ঠিত হয় তার শেষকৃত্যানুষ্ঠান।
সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চার্চে প্রবাসী বাংলাদেশিরা শেষবারের মতো এই মুক্তিযোদ্ধাকে এক নজর দেখতে আসেন। দুপুর ১টায় শুরু হয় অন্ত্যেষ্টিক্রিয়া ও খ্রিষ্টযাগ, যা পরিচালনা করেন ফাদার তিয়াস গোমেজ, সিএসসি।
খ্রিষ্টযাগ শেষে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা ও প্রবাসী মুক্তিযোদ্ধারা জাতীয় পতাকায় আচ্ছাদিত কফিনে রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করেন। এ সময় বীর মুক্তিযোদ্ধা জন ডি’কস্তার দুই নাতি যন্ত্রসংগীতে পরিবেশন করেন জাতীয় সংগীত। আবেগঘন মুহূর্তে চারপাশে নেমে আসে নীরবতা, সবার চোখে অশ্রু—শোকের আবহে ভারী হয়ে ওঠে সেন্ট ক্যামিলাস চার্চ প্রাঙ্গণ।
শেষকৃত্যানুষ্ঠান শেষে জন ডি’কস্তাকে দাফন করা হয় মেরিল্যান্ডের গ্রেট হ্যাভেন কবরস্থানে। রাষ্ট্রীয় সম্মান প্রদানের পুরো প্রক্রিয়ায় বিশেষ ভূমিকা রাখেন ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার ও সাংবাদিক গোলাম মুর্তুজা।

জন ডি’কস্তা ছিলেন বাংলাদেশের একজন গর্বিত বীর মুক্তিযোদ্ধা। তিনি ১০ অক্টোবর যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে নিজ বাসভবনে শান্তিপূর্ণভাবে পরলোকগমন করেন। তার জন্ম গাজীপুর জেলার তুমুলিয়া ইউনিয়নের বান্দাখোলা গ্রামে। ঢাকা গভর্নমেন্ট পলিটেকনিক ইনস্টিটিউট থেকে পাওয়ার ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা সম্পন্ন করে তিনি দেশে ব্যবসায়িক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন। ১৯৯৮ সালে তিনি যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস শুরু করেন।