শিক্ষা-সংস্কৃতি সংগঠক রত্না চৌধুরীর প্রয়াণ

ডেস্ক রিপোর্ট
  ০১ ফেব্রুয়ারি ২০২৪, ১২:১৪

নিউইয়র্কের কুইন্স ভিলেজ নিবাসী বিশিষ্ট শিক্ষাব্রতি, সমাজ ও সংস্কৃতি সংগঠক রত্না চৌধুরী আর নেই। প্রায় ২ বছর দুরারোগ্য ব্যধিতে আক্রান্ত হয়ে ২৩ জানুয়ারী মঙ্গলবার রাত ১১ টা ৯ মিনিটে নিউইয়র্কের একটি হাসপাতালে প্রাণ ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বৎসর। তিনি স্বামী এডভোকেট তরুণ কান্তি চৌধুরী, পুত্র রাজর্শী চৌধুরী তুহিণ, কন্যা রুচিরা চৌধুরী তৃষা, মা বাসনা দত্ত সহ অসংখ্য আত্মীয় স্বজন, পরিজন শুভানুধ্যায়ী রেখে গেছেন। পিতা নরেন্দ্র চন্দ্র দত্ত ছিলেন নেএকোনা শহরের বিশিষ্ট ব্যবসায়ী। রত্না চৌধুরী ৯ ভাই-বোনের মধ্যে ছিলেন পঞ্চম।
শিক্ষা, সমাজ গঠন ও সংস্কৃতিতে নিবেদিত প্রাণ রত্না চৌধুরীর জন্ম ১৯৬১ সালের ২৮ ফেব্রুয়ারি নেএকোনা শহরে। সেখানে শিক্ষা জীবন শুরু করার পর রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে রসায়ন শাস্ত্রে অনার্সসহ স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেন। মোহনগন্জ ডিগ্রী কলেজে রসায়নে অধ্যাপনা করা কালে ১৯৮৬ সালে সুনামগন্জ ধর্মপাশা নিবাসী এডভোকেট ও সমাজ হিতৈষী তরুণ চৌধুরীর সঙ্গে পরিনয়সূত্রে আবদ্ধ হন।
নেএকোনার সাহিত্য-সংস্কৃতি ক্ষেএে রত্না চৌধুরীর ছিল দৃপ্ত ও সক্রিয় পদচারণা। তার সাংস্ককৃতিক কর্মকান্ড ১৯৯৭ সালে সপরিবারে নিউইয়র্কে আসার পরও অব্যাহত থাকে। মৃত্যুর পূর্ব পর্যন্ত রত্না চৌধুরী ছিলেন বেদান্ত এসোসিয়েশন, নিউইয়র্ক ধর্মীয় ও সাংস্কৃতিক সংগঠনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট। অসংখ্য গীতিনাট্য, নৃত্য নাট্য, নাটক নাটিকা মঞ্চস্হ হয় তার সুদক্ষ পরিচালনায়। আমৃত্যু তিনি শিক্ষকতা পেশায় নিয়োজিত ছিলেন।
গত ২৫ জানুয়ারী নিউইয়র্কের একটি ফিউনারেল ভবন - মিলনায়তনে রত্না চৌধুরীর অকাল মৃত্যুতে বর্ণ-ধর্ম সম্প্রদায় নির্বিশেষে বহু লোকের সমাগম হয়। তার বিদেহী আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠানে পূজা- অর্চনা, নাম- সংকীর্তন এর আয়োজন করা হয়। অশ্রুসিক্ত নয়নে উপস্হিত ব্যক্তিবর্গ তাকে অন্তিম বিদায় সম্ভাষণ জ্ঞাপন করেন। রত্না চৌধুরীর কর্মমুখর জীবন ও মানবিক গুনাবলি তুলে ধরে মর্মস্পর্শী বক্তব্য রাখেন বেদান্ত এসোসিয়েশনের পক্ষে  সাংস্কৃতিক ব্যক্তিত্ব জীবন চৌধুরী, বিশিষ্ট সঙ্গীত শিল্পী তরুণ চন্দ নীলু এবং পরিবারের পক্ষ থেকে তরুণ চৌধুরী, রুচিরা চৌধুরী তৃষা, শর্মিষ্ঠা চন্দ বৃষ্টি, তৃনা দাশগুপ্ত ও শোভিক দাশগুপ্ত। স্মৃতিচারণ অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রখ্যাত পুরোহিত প্রভাস চক্রবর্তী। পরদিন ২৬ জানুয়ারী রত্না চৌধুরীর মরদেহের মাঙ্গলিক সৎকার আনুষ্ঠনিকতার সঙ্গে সম্পন্ন করা হয়। আগামী ৪ ফেব্রুয়ারি রোববার  বিকাল ২:৩০ মি: এ শ্রাদ্ধানুষ্ঠান ক্রিয়া কুইন্স এর ফ্লোরাল পার্কস্হিত শিব শক্তি পীঠ মন্দিরে অনুষ্ঠিত হইবে।