নিউইয়র্কে বাংলাদেশি গাড়িচালকের ওপর হামলা, বেধড়ক মারধর

ডেস্ক রিপোর্ট
  ১৪ ডিসেম্বর ২০২৫, ১৪:০২

নিউইয়র্কে গাড়ি চালানোর সময় সাইদুর রহমান (২৩) নামে এক বাংলাদেশি যুবকের ওপর হামলার ঘটনা ঘটেছে। গত বুধবার দুপুর সাড়ে ১২টার সময় লা–গার্ডিয়া বিমানবন্দর অভিমুখী ব্রুকলিন–কুইন্স এক্সপ্রেসওয়েতে এই ঘটনা ঘটে। সাইদুর রহমানের বাড়ি চাঁদপুরের হাজীগঞ্জে। তিনি নিউইয়র্কের জ্যাকসন হাইটসে বসবাস করেন।
জানা গেছে, ড্রাইভ করার সময় রং সাইড থেকে আসা একটি গাড়ি সাইদুর রহমানের  গাড়িকে সজোরে ধাক্কা দেয়। এরপর তিনি পুলিশকে ফোন করে সাহায্য চাইলে অপর গাড়িরচালক ক্ষিপ্ত হয়ে তার গাড়ির সাইড লুকিং গ্লাস ভাঙচুর করে। পরিস্থিতি দেখার জন্য সাইদুর গাড়ি থেকে নামলে হামলাকারী তাকে ঘুষি মারতে থাকে। এ সময় মাথা ও ঘাড়ে একাধিক আঘাতে তিনি রাস্তায় পড়ে যান।
 সাইদুর রহমান জানান, আমি পুলিশে কল দেওয়ার পরপরই সে পালিয়ে যায়। পরে পুলিশ এসে আমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়।
এদিকে ঘটনার পর স্থানীয় বাংলাদেশি কমিউনিটিতে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তারা এই ঘটনায় তদন্ত সাপেক্ষে দ্রুত অভিযুক্তের বিচারের দাবি জানিয়েছে।
নিউইয়র্ক থেকে আরো পড়ুন