নিউইয়র্কের আপস্টেটে এক মারত্মক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন কমিউনিটিতে জনপ্রিয় বাংলাদেশি দম্পতি হাফিজ আহমেদ অ্যাঞ্জেল ও সাথী আহমেদ। নিউইয়র্ক সিটিতে বসবাস করলেও আপস্টেটে হ্যামটনে একটি প্রয়োজনে যাচ্ছিলেন এই দম্পতি। শুক্রবার ১০ ১০টার দিকে এই দুর্ঘটনায় পড়েন তারা।
সেখানে একটি দ্রুতগতির গাড়ি তাদের গাড়িটিতে ধাক্কা দিলে গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় হাফিজ আহমেদ ও সাথী আহমেদের। গাড়িতে তাদের ৭ বছরের মেয়ে রায়দা আহমেদ ছিলো। রায়দা গুরুতর জখম নিয়ে আইসিইউতে রয়েছে।
নিউইয়র্ক স্টেট পুলিশের বরাতে একটি খবরে বলা হয়েছে, একটি গাড়িকে তাড়া করছিলেন পুলিশ। এসময় ওই গাড়িটি অ্যাঞ্জেলের গাড়িকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পুলিশ ওই গাড়িটির চালককে খুঁজে বের করতে চেষ্টা করছে।
আগামী মঙ্গলবার পোস্ট মর্টেম শেষে তাদের মরদেহ আত্মীয়-স্বজনের হাতে হস্তান্তর করা হবে বলেও জানিয়েছে পুলিশ।
হাফিজ আহমেদ অ্যাঞ্জেল বাংলাদেশের গাজীপুরের এবং সাথী আহমেদ বরিশালের বলে পারিবারিক সূত্রগুলো জানিয়েছে।