বর্ণাঢ্য আয়োজনে সুন্দরমের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

ডেস্ক রিপোর্ট
  ০৬ জানুয়ারি ২০২৬, ১৪:১৪


হবিগঞ্জের ঐতিহ্যবাহী নাট্য সংগঠন খোয়াই থিয়েটারের শিশু-কিশোর শাখা সুন্দরমের এর ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য আয়োজনে উদ্‌যাপন করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) খোয়াই থিয়েটার মিলনায়তনে দিনব্যাপী কর্মসূচির মাধ্যমে এই প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। ‘আমরা আনব আলোকিত ভোর’ এই স্লোগান নিয়ে ১৯৯৬ সালে গড়ে উঠে এই সংগঠন।
এদিন বিকেলে অনুষ্ঠান শুরু হয় বিপুলসংখ্যক শিশু-কিশোরের অংশগ্রহণে। এ পর্বে শিশু-কিশোরদের জন্য বিভিন্ন খেলাধুলা, আনন্দ আড্ডা ও সাংস্কৃতিক আয়োজন অনুষ্ঠিত হয়। জুবায়েদ হোসেনের নির্দেশনায় পরিবেশিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান ‘আনন্দের আলপনা’। পাশাপাশি সুকুমার রায়ের ছোট গল্প অবলম্বনে রচিত নাটক ‘টাকার আপদ’ মঞ্চস্থ করা হয়।
সন্ধ্যায় সুন্দরমের সমন্বয়ক মো. মোক্তাদির হোসেনের সঞ্চালনায় এবং খোয়াই থিয়েটারের সভাপতি তোফাজ্জল সোহেলের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে অতিথি হিসেবে বক্তব্য দেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, কবি ও গল্পকার তাহমিনা বেগম গিনি, মুক্তিযোদ্ধা ও সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী মমিন, গোপী মোহন দাস, নাট্যমেলার নাট্যকর্মী নুরজাহান বিভা এবং খোয়াই থিয়েটারের সাধারণ সম্পাদক সুকান্ত গোপ।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন খোয়াই থিয়েটারের সহসভাপতি সিদ্দিকী হারুন, সহসভাপতি সাইফুর রহমান চৌধুরী পাপলু, সুন্দরমের সহসমন্বয়ক জুবায়েদ হোসেন, নাট্যকর্মী হ্যাপী ভৌমিক, শেখ ওসমান গনি রুমী, আবদুল হামিদ, হাবিব খোকন, তনুকা সেন মিমু, শারমীন রিতু, শ্রাবণী দেবসহ আরও অনেকে।
অনুষ্ঠানের শেষ পর্বে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিরা। এ সময় খোয়াই থিয়েটার মিলনায়তন শিশু-কিশোর, অভিভাবক ও দর্শকের উপস্থিতিতে উৎসবমুখর হয়ে ওঠে।