
যুক্তরাষ্ট্রের ক্যানসাস অঙ্গরাজ্যের বেল এয়ার সিটির অ্যাডভাইজরি কমিটির উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত সোমবার্তা। সিটি মেয়র জিম ব্যানেজ স্বাক্ষরিত এক চিঠিতে তার এ নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।
চিঠিতে বলা হয়, আগামী দুই বছরের জন্য (২০২৮ সাল পর্যন্ত) সোমবার্তা বেল এয়ার সিটির ইউটিলিটি বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন। এ সময় তাকে নগরবাসীর কল্যাণে সক্রিয়ভাবে কাজ করার আহ্বান জানান মেয়র।
সোমবার্তার এ নিয়োগকে বাংলাদেশি কমিউনিটির জন্য গর্বের বিষয় হিসেবে উল্লেখ করে তাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ক্যানসাসের একটি বাংলাদেশি রেস্তোরাঁ ‘দেশীকারী’-তে উচিটা বাংলাদেশ অ্যাসোসিয়েশনের উদ্যোগে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উচিটা বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সভাপতি রেজাউল করিম টিপু। এ সময় সোমবার্তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সভাপতি মাহপেরা করিম, কোষাধ্যক্ষ বখতিয়ার, প্রকৌশলী রুপন দেব, শফিকুজ্জামান চৌধুরী এবং উচিটা স্টেট ইউনিভার্সিটির ছাত্রী মৌসুমীসহ কমিউনিটির অন্যান্য সদস্যরা।
বক্তারা বলেন, সোমবার্তার এই নিয়োগ প্রবাসে বাংলাদেশিদের সক্রিয় অংশগ্রহণ ও প্রতিনিধিত্বের একটি ইতিবাচক দৃষ্টান্ত।