রিয়েলটরস অ্যাসোসিয়েশন অব নিউইয়র্ক এর বর্ণাঢ্য আয়োজন

ডেস্ক রিপোর্ট
  ২০ ডিসেম্বর ২০২৫, ১৩:৩৪


বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে রিয়েলেটরস অ্যাসোসিয়েশন অব নিউইয়র্ক এর ‘র‌্যানি নাইট’ অনুষ্ঠান। নিউইয়র্কের ওয়ার্ল্ড ফেয়ার মেরিনার ব্যাংকুয়েট হলে সোমবার এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সম্মাননা প্রদান, জমকালো সাংস্কৃতিক পরিবেশনাসহ নানা আয়োজনে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। মূলধারার রাজনীতিবিদ, বাংলাদেশ কমিউনিটির বিশিষ্টজন, র‌্যানি’র সদস্য ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত পরিবেশন করা হয়। অনুষ্ঠানে নবগঠিত র‌্যানি’র আহ্বায়ক কমিটিকে মঞ্চে পরিচয় করিয়ে দেওয়া হয়। কমিটির আহ্বায়ক এইচ এম ইকবাল, সদস্য সচিব মাসুদ সিরাজী ও প্রধান সমন্বয়কারী নূরুজ্জামান সরদারসহ ২০ সদস্যের আহ্বায়ক কমিটির সবাই নিজ নিজ পরিচয় তুলে ধরেন। কমিটির অন্য সদস্যরা হলেন : কো-কনভেনার সাইদুর রহমান লিংকন, কো-কনভেনার আদান ইসলাম, মাসুদ প্রামাণিক, মোহাম্মদ রাজ্জাক মুন্না, জামাল হোসেন, জুবায়ের এইচ ডালি, মাসুম আহমেদ, শামীম নাসির, মোহাম্মদ এ হোসেন, সাদমান জামান, আশিকুর রহমান হৃদয়, আফজালুর রহমান দিদার, নুরুল ইসলাম মিলন, রফিকুল ইসলাম, মোহাম্মদ কে আহমেদ, মোহাম্মদ এম মিজা ও গোলাম হোসেন।
প্রখ্যাত উপস্থাপিকা সোনিয়ার পরিচালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যে আহ্বায়ক এইচ এম ইকবাল, সদস্য সচিব মাসুদ সিরাজী ও প্রধান সমন্বয়কারী নূরুজ্জামান সরদার সংগঠনের লক্ষ্য, উদ্দেশ্য ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন। তারা নিউইয়র্কে রিয়েলেটর ব্যবসায়ীদের যেকোনো সমস্যায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন নিউইয়র্ক স্টেট সিনেটর ন্যাটালিয়া ফার্নান্ডেজ ও নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলিম্যান জেনিফার রাজকুমার। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক ও প্রধান উপদেষ্টা মোস্তাফিজুর রহমান প্রিন্স, বাংলাদেশ সোসাইটির সহ সভাপতি মহিউদ্দিন দেওয়ান, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, সিটিএসের শ্রাবনী সিং, সিপিএ জাকির চৌধুরী, ডিকেসি এক্সিট রিয়েলটির ওসমান ফারুকী, মর্টগেজ ব্রোকার ডায়ানা ওসপিনা, ডেনি কলিন্স, ক্যাটলিন কলিন্স, ইউসি তাকিতা, জাকি বাজওয়া ও সারওয়ার খান বাবু প্রমুখ।
ন্যাটালিয়া ফার্নান্ডেজ বলেন, নিউইয়র্ক স্টেটের রিয়েলেটর ব্যবসায়ীদের সমস্যা স্টেট সিনেটে তুলে ধরতে এবং সমাধানে কার্যকর উদ্যোগ নিতে তিনি কাজ করবেন। নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলিম্যান জেনিফার রাজকুমার বাংলাদেশ কমিউনিটির প্রতি তার বন্ধুত্বপূর্ণ অবস্থানের কথা উল্লেখ করে বলেন, বাংলাদেশ কমিউনিটির পাশে তিনি সব সময় থাকবেন। তিনি র‌্যানি’র সাফল্য কামনা করেন।
বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী বলেন, সংগঠনের যেকোনো প্রয়োজনে বাংলাদেশ সোসাইটি পাশে থাকবে। র‌্যানি’র প্রধান পৃষ্ঠপোষক ও প্রধান উপদেষ্টা মোস্তাফিজুর রহমান প্রিন্স বলেন, সততাই যেকোনো ব্যবসার মূল চাবিকাঠি। তিনি আবাসন ব্যবসায়ীদের সততার সঙ্গে পেশাগত দায়িত্ব পালনের আহ্বান জানান এবং র‌্যানি’র পাশে থাকার প্রতিশ্রুতি দেন। অনুষ্ঠানে প্রধান অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আহ্বায়ক এইচ এম ইকবাল বলেন, রিয়েলেটরস অ্যাসোসিয়েশন অব নিউইয়র্ক প্রবাসী বাংলাদেশিদের স্বার্থে কাজ করবে। সদস্য সচিব মাসুদ সিরাজী বলেন, রিয়েলেটর ব্যবসায়ীদের যেকোনো সমস্যা সমাধানে রানি কাজ করবে। প্রধান সমন্বয়কারী নূরুজ্জামান সরদার অনুষ্ঠানে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করাই তাদের লক্ষ্য।